সবসময় জিজ্ঞাসা করা হয়ে থাকে এমন প্রশ্ন সমুহ (এফএকিউ)
আপনি এখানে আছেনঃ
- এফএকিউ- কোভিড-১৯ টেস্টিং
- এফএকিউ- সাধারণ ভিসা সংক্রান্ত তথ্য
- এফএকিউ – ভিসা প্রত্যাখ্যান
- এফএকিউ – বাণিজ্যিক/পর্যটন ভিসা
- এফএকিউ – কাজ করার ভিসা
- এফএকিউ – ছাত্র ভিসা
- এফএকিউ- বিনিময় পরিদর্শক ভিসা
- এফএকিউ – ট্রানসিট
- এফএকিউ –ধর্মীয় কর্মী ভিসা
- এফএকিউ - সাক্ষাতকার অব্যাহতি / ভিসা নবায়ন
- এফএকিউ- আমার পাসপোর্ট ট্র্যাক করা
- এফএকিউ- ভিসা ডকুমেন্ট প্যাকেট এবং আধুনিকীকরণ অভিবাসী ভিসা (এমআইভি)
- অনবরত জিজ্ঞাসিত প্রশ্ন - অ্যাপ্লিকেশন প্রোফাইল
এফএকিউ- কোভিড-১৯ টেস্টিং
প্রঃ১. ডিপার্টমেন্ট অফ স্টেট কি ভিসা আবেদনকারীদের জন্য কোন কোভিড-১৯ টিকা বা পরীক্ষার প্রমানের প্রয়োজনীয়তা শুরু করবে?
ভিসার প্রয়োজনীয়তা পরিবর্তনের জন্য এই মুহুর্তে আমাদের কোনও ঘোষণা নেই। অভিবাসী ভিসা আবেদনকারীদের প্রয়োজনীয় টিকা সংক্রান্ত তথ্য এই ওয়েবসাইটে পাওয়া যাবে।
প্রঃ ২. সিডিসি যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য নেতিবাচক পরীক্ষাগুলির প্রয়োজনীয়তা শুরু করেছে, নেতিবাচক পরীক্ষা বা ভ্যাকসিনযুক্ত বিদেশী নাগরিকরা কি ভিসা পেতে / মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে সক্ষম হবেন যদি তারা সাধারণত রাষ্ট্রপতি ঘোষিত কোন ইশতেহার দ্বারা নিষিদ্ধ থাকে? যদি কোনও বিদেশী নাগরিক জাতীয় স্বার্থ ব্যতিক্রমী ভ্রমন করে তবে তারা কী নেতিবাচক পরীক্ষার প্রয়োজনীয়তা থেকে অব্যাহতি পাবে?
কোভিড-১৯ এর কারণে ভ্রমণকে সীমাবদ্ধ করে রাখে এমন সমস্ত রাষ্ট্রপতি ঘোষিত ইশতেহার বহাল রয়েছে এবং চলমান থাকবে সম্ভাব্য ভ্রমণকারীদের পরীক্ষার ফলাফল বা টিকা স্থিতি নির্বিশেষে। জাতীয় স্বার্থ ব্যতিক্রমী যাত্রীরাও প্রযোজ্য প্রাক প্রস্থান পরীক্ষার প্রয়োজনীয়তার অন্তর্গত রয়েছেন। পরীক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কিত আরও তথ্যের জন্য, আমরা আপনাকে রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্রগুলির জন্য নির্দেশ করছি।
প্রঃ ৩.ভ্যাকসিন গ্রহণের জন্য বিদেশী নাগরিকরদের ফ্লোরিডায় ভ্রমণ করার খবর রয়েছে। এটি কি আইনের আওতায় অনুমোদিত?
যুক্তরাষ্ট্রে চিকিত্সার উদ্দেশ্য বৈধ ভিজিটর ভিসাধারী ব্যক্তিদের ভ্রমণ অনুমতিপ্রাপ্ত; আপনি এখানে আরও তথ্য পেতে পারেন । ভিসা ওয়েভার প্রোগ্রামের অধীনে যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পর্কিত প্রশ্নের জন্য আমরা আপনাকে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সাথে যোগাযোগের জন্য নির্দেশ করছি।
অগ্রাধিকার ভিত্তিতে যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন গ্রহণের জন্য ব্যক্তিদের যোগ্যতার বিষয়ে প্রশ্নের জন্য আমরা আপনাকে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সাথে যোগাযোগের জন্য নির্দেশ করছি।
প্রঃ ৪. মার্কিন নাগরিক বা বিদেশী নাগরিক যারা যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করার জন্য জাল বা অন্যথায় অবৈধ নেতিবাচক কোভিড পরীক্ষার ফলাফল উপস্থাপন করে তাদের কী হবে?
সিডিসির আদেশ অনুসারে, ভ্রমণকারীদের ভ্রমণ করতে অবশ্যই তাদের বিমানবন্দরে একটি যাচাইযোগ্য, নথিভুক্ত পরীক্ষার ফলাফল উপস্থাপন করতে হবে। জালিয়াতি বা অন্যথায় অবৈধ পরীক্ষার ফলাফল সরবরাহ করা ব্যক্তির বোর্ডিং এবং / অথবা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবেনা। বাস্তবায়নের তথ্যের জন্য আমরা আপনাকে সিডিসি, ডিএইচএস এবং ডিওটি তে যোগাযোগের জন্য নির্দেশ করছি।
প্রঃ ৫. ভ্রমণকারীরা কি দূতাবাস এবং কনসুলেটে জরুরি বা মানবিক কারণে টেস্টিংয়ের প্রয়োজনীয়তা থেকে সিডিসি ছাড় পত্রেরএর আবেদন করতে পারবে?
সিডিসি কর্তৃক অত্যন্ত সীমাবদ্ধ কেস-বাই-কেস ভিত্তিতে পরীক্ষার প্রয়োজনের ছাড় মঞ্জুরি দেওয়া যেতে পারে যখন ভ্রমণ অত্যন্ত জরুরি, যেমন জরুরি চিকিৎসা অপসারন অবশ্যই কারও স্বাস্থ্য বা সুরক্ষা রক্ষার জন্য ঘটতে হবে,এবং ভ্রমণের আগে পরীক্ষা শেষ করা যাচ্ছে না। যে সব বক্তিবর্গ বিশ্বাস করে যে তারা এই মানদণ্ডটি পূরণ করেছে, তারা নিকটস্থ মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের ওয়েবসাইটে জরুরি ছাড়ের জন্য কীভাবে অনুরোধ করবেন সে সম্পর্কিত তথ্য পাবেন। যেসব ব্যক্তি কোভিড-১৯ পরীক্ষায় ইতিবাচক ফল পেয়েছেন তাদের জন্য এই প্রক্রিয়াটির মাধ্যমে কোনও ছাড় নেই।
প্রঃ ৬. আমি যদি টিকাপ্রাপ্ত হই, যুক্তরাষ্ট্রে আসার জন্য আমাকে কি একটি নেতিবাচক কোভিড পরীক্ষা উপস্থাপন করতে হবে? কেন?
দুই বা তার বেশি বয়সী সমস্ত যাত্রী এই আদেশের মধ্যে, এমনকি যারা কোভিড-১৯ টিকা পেয়েছেন। পরীক্ষা প্রয়োজনীয়তা সংক্রান্ত প্রশ্নের জন্য, আমরা আপনাকে সিডিসি ওয়েবসাইটে ভিজিট করার জন্য অনুরদ করছি, যেখানে যুক্তরাষ্ট্রে পৌঁছে সকল বিমান যাত্রীদের জন্য নেতিবাচক কোভিড-১৯ টেস্ট বা কোভিড-১৯ থেকে সুস্থতার প্রমাণের প্রয়োজনীয়তা এবং অনবরত জিজ্ঞাসিত কোভিড-১৯ টিকাদানের প্রশ্নাবলি সম্পর্কে তথ্য রয়েছে ।
এফএকিউ- সাধারণ ভিসা সংক্রান্ত তথ্য
১. একটি ইউ.এস ভিসার জন্য আবেদন করার জন্য আমার পাসপোর্টটিকে কতদিনের জন্য বৈধ থাকতে হবে?
২. আমি কি ভিসা ওয়েভার প্রোগ্রামের জন্য যোগ্য?
৪. সমস্ত অন-অভিবাসী ভিসার আবেদনকারীকেই কি সাক্ষাতকারের জন্য ইউ.এস দূতাবাস বা কনস্যুলারে আসতে হবে?
৮. কিভাবে আমি আমার ভিসার মেয়াদকাল বাড়াতে পারি?
৯. আমাকে কি ইলেক্ট্রনিক পদ্ধতিতেই আমার ভিসা আবেদন ফর্ম জমা করতে হবে?
১০. “এডমিনিস্ট্রেটিভ প্রসেসিং বা প্রশাসনিক কাজ” কাকে বলে?
১১. ভিসা পাওয়ার পর আমার কি করা উচিৎ?
১২. আমি যখন ইউনাইটেড স্টেটসে থাকব তখন আমার ভিসার মেয়াদ কাল শেষ হবে । এতে কি কোনো সমস্যা হতে পারে?
১৩. আমি ইউনাইটেড স্টেটসে প্রবেশ করার পর কি হবে?
১৪. যখন আমি ইউনাইটেড স্টেটস ছেড়ে আসি তখন আমি আই-৯৪ জমা করিনি । আমাকে কি করতে হবে?
১৬. আমি আমার নাম পরিবর্তন করেছি, আমার পুরানো নামের ইউ এস ভিসা কি এখনও বৈধ?
১৭. ডি এস ১৬০ ফর্ম পূরনের সময় আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমের কি তথ্য প্রদান করতে হবে?
প্রঃ১. একটি ইউ.এস ভিসার জন্য আবেদন করার জন্য আমার পাসপোর্টটিকে কতদিনের জন্য বৈধ থাকতে হবে?
যাত্রার জন্য অবশ্যই আপনার কাছে একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে যার বৈধতার মেয়াদ আপনার পরিকল্পিত ইউ.এস-এ বসবাসের সময়ের পরে অন্তত ছয়মাস অবধি হতে হবে। (যদি না দেশ ভিত্তিক চুক্তি দ্বারা ছাড় প্রাপ্ত হন)
প্রঃ ২. আমি কি ভিসা ওয়েভার প্রোগ্রামের জন্য যোগ্য?
বাংলাদেশ বর্তমানে ভিসা ওয়েভার প্রোগ্রামের অন্তর্গত দেশ নয়।
প্রঃ ৩.যদি আমি ভিনদেশী বা বাংলাদেশ ছাড়া অন্য কোন দেশের নাগরিক হই এবং বাংলাদেশে বসবাস করি তাহলে কি আমি বাংলাদেশ থেকে অন-অভিবাসী ভিসার জন্য আবেদন করতে পারি?
আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে যে তারা যে দেশের নাগরিক বা বাসিন্দা সেই দেশ থেকেই যেন আবেদন করেন। যেকোনো ব্যক্তি যিনি আইনত বাংলাদেশে বাস করছেন তিনি বাংলাদেশে ভিসার জন্য আবেদন করতে পারেন। তার নিজ জেলায় এপয়েন্টমেন্ট পাওয়ার সুবিধা-অসুবিধা বা বিলম্বের উপর নির্ভর করে আবেদনকারীদের উচিত এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া যে তারা এপয়েন্টমেন্ট কোথায় পেতে চান। উদাহারণস্বরূপ, একটি বিষয় বিবেচনা করতে হবে যে কোন কনস্যুলার জেলার ক্ষেত্রে আবেদনকারী সবথেকে মজবুত বন্ধন প্রদর্শন করতে পারবেন।
আবেদনকারীদের এটি প্রমান করতে হবে যে ইউ.এস ছাড়াও অপর একটি দেশের সঙ্গে তাদের মজবুত/দৃঢ় বন্ধন আছে। এই বন্ধন যেন এতটাই মজবুত/দৃঢ় হয় যে আবেদনকারীর সেই দেশে ফিরে যাওয়া নিশ্চিত করতে পারে। যদি এধরনের বন্ধন আপনার বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে থাকে তাহলে কনস্যুলার অফিসারকে সেটি পরিপূর্ণ ভাবে বঝাতে হবে যার সাথে তিনি পরিচিত নন যে সেই দেশের সাথে আপনার বন্ধন মজবুত/দৃঢ়।
প্রঃ ৪. সমস্ত অন-অভিবাসী ভিসার আবেদনকারীকেই কি সাক্ষাতকারের জন্য ইউ.এস দূতাবাস বা কনস্যুলারে আসতে হবে?
হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রেই। সাক্ষাতকারের ক্ষেত্রে কেবলমাত্র অল্প কিছু ব্যতিক্রম আছে । সাধারণত, নিম্নলিখিত আবেদনকারীদের ব্যক্তিগত ভাবে উপস্থিত হতে হয়নাঃ
এ-১,এ-২(কেন্দ্রিয় সরকারের কারণে সরকারি যাত্রীরা)সি-২,সি-৩(কেন্দ্রিয় সরকারী কর্মচারি যারা কেন্দ্রিয় সরকারের কাজে যাত্রাপথে আছেন)জি-১,জি-২,জি-৩,জি-৪(কেন্দ্রিয় সরকারী কর্মচারি যারা একটি আন্তর্জাতিক সংস্থার সূত্রে যাত্রা করছেন বা কোনো আন্তর্জাতিক সংস্থার কর্মচারি)-এর আবেদনকারীদের
যে আবেদনকারীরা অন-অভিবাসী ভিসা ওয়েভার প্রোগ্রামের জন্য যোগ্য
প্রঃ ৫. আমার একটি অন-অভিবাসী ভিসা আছে যেটির মেয়াদ খুব শীঘ্র শেষ হয়ে যাবে এবং আমি একটি নতুন ভিসা নিতে চাই । আমাকে কি ভিসা আবেদনের সম্পূর্ণ পদ্ধতিটির পূনরাবৃত্তি করতে হবে?
আপনি ইন্টারভিউ ওয়েভার প্রোগ্রামের জন্য যোগ্যতা পেতে পারেন। আপনি যদি ইন্টারভিউ ওয়েভার প্রোগ্রামের যোগ্যতা মাপকাঠি পূরণ না করতে পারেন তাহলে আপনাকে সাধারণ পদ্ধতিতেই আবেদন করতে হবে।
প্রঃ ৬. আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে তবে এটির ইউ.এস ভিসা এখনো বৈধ আছে । আমাকে কি একটি নতুন ভিসার জন্য আবেদন করতে হবে?
না। যদি আপনার ভিসা এখনও বৈধ থাকে তাহলে আওনার উভয় পাসপোর্ট(পুরানো এবং নতুন) নিয়ে আপনি ইউনাইটেড স্টেটসে যাত্রা করতে পারেন , যদি আপনার ভিসাটির মেয়াদ কাল ঠিক থাকে, ভিসা টি নষ্ট না হয়ে গিয়ে থাকে এবং আপনার যাত্রার উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য রেখে সঠিক শ্রেণীর ভিসা হয়। (উদাহারনঃ পর্যটন ভিসা , যদি আপনার যাত্রার উদ্দেশ্য হয় ভ্রমণ) । এছাড়াও আপনার নাম ও অন্যান্য ব্যক্তিগত তথ্য উভয় পাসপোর্টেই একই থাকতে হবে। নতুন পাসপোর্টে আপনাকে যে দেশের নাগরিক বলা হয়েছে যে পাসপোর্টে ভিসা নেওয়া হয়েছে সেখানেও যেন সেটি একই হয়।
প্রঃ ৭. আমার দ্বৈত নাগরিকত্ব রয়েছে । ইউনাইটেড স্টেটসে যাত্রা করার জন্য আমাকে কোন পাসপোর্টটি ব্যবহার করতে হবে?
যদি আপনার কোনো একটি নাগরিকত্ব আমেরিকান না হয় তাহলে আপনি আপনার পছন্দ অনুসারে যেকোনো নাগরিকত্ব ব্যবহার করে আবেদন করতে পারেন তবে ইউ.এস দূতাবাস বা কনস্যুলেটে আবেদন পত্রে আপনাকে আপনার সমস্ত নাগরিকত্বের বিষয়ে জানাতে হবে। ইউ.এস নাগরিকদের , এমনকি দ্বৈত নাগতিক দের অবশ্যই ইউ.এস পাসপোর্ট ব্যবহার করে ইউ.এস-এ প্রবেশ বা প্রস্থান করতে হবে।
প্রঃ ৮. কিভাবে আমি আমার ভিসার মেয়াদকাল বাড়াতে করতে পারি?
ভিসা যে প্রকারেরই হোক না কেন, এর মেয়াদ কালবাড়ানো সম্ভব নয় । আপনাকে একটি নতুন ভিসার জন্য আবেদন করতে হবে।
প্রঃ ৯. আমাকে কি ইলেক্ট্রনিক পদ্ধতিতেই আমার ভিসা আবেদন ফর্ম জমা করতে হবে?
হ্যাঁ, আপনাকে অবশ্যই ডিএস-১৬০ পূর্ণ করতে হবে এবং যখন আপনি আপনার সাক্ষাতকারের জন্য ইউ.এস দূতাবাস বা কনস্যুলেটে যাবেন তখন আপনাকে ডিএস-১৬০ এর কনফারমেশান পেজের প্রিন্ট করা প্রতিরূপ সঙ্গে নিয়ে যেতে হবে।
প্রঃ ১০. “এডমিনিস্ট্রেটিভ প্রসেসিং” কাকে বলে?
কিছু ভিসা আবেদনের ক্ষেত্রে কর্তৃপক্ষের অতিরিক্ত কিছু কাজ সম্পন্ন করার প্রয়োজন হয় এর ফলে কনস্যুলার অফিসারের আপনার কেসের কাজ শেষ করতে সাক্ষাতকারের পরেও বেশ কিছুটা সময় লাগে। আপনার ভিসার সাক্ষাতকারের শেষে আপনাকে এই প্রক্রিয়ার সম্ভাবনার কথা জানিয়ে দেওয়া হবে। আমরা এটি বুঝি যে আবেদনকারীদের ভ্রমণের পরিকল্পনার ক্ষেত্রে সময় একটি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয়। ফলে আমরা এই এডিমিনিস্ট্রেটিভ প্রসেসিং টিকে যত শীঘ্র সম্ভব সম্পন্ন করার চেষ্টা করি। আপনার এডিমিনিস্ট্রেটিভ প্রসেসিং এর কাজ বহাল রাখার জন্য কনস্যুলার অফিসারের আরো অতিরিক্ত কিছু তথ্য প্রয়োজন হতে পারে এবং তিনি আপনাকে একটি প্রশ্নপত্র দেবেন যেটি আপনাকে পূর্ণ করে ইমেলের মাধ্যমে জমা দিতে হবে। আপনি যত দ্রুত এটি জমা করবেন অফিসার তত শীঘ্র আপনার আবেদনের উপর সিদ্ধান্ত নিতে পারবেন। এডিমিনিস্ট্রেটিভ প্রসেসিং-এর বিষয়ে আরো অধিক তথ্যের জন্য অনুগ্রহ করে এখানে ক্লিক করুন।
প্রঃ ১১. ভিসা পাওয়ার পর আমার কি করা উচিৎ?
আপনি যখনই আপনার ভিসাটি পাবেন , দেখে নিন যে ভিসাতে প্রিন্ট হওয়া আপনার যাবতীয় ব্যক্তিগত/জন্মসংক্রান্ত তথ্য সঠিক কিনা । যদি আপনার ভিসাতে উল্লেখিত কোনো তথ্য আপনার পাসপোর্টে প্রদান করা তথ্যের সাথে না মেলে বা অন্যথায় কোন ভুল থেকে থাকে তাহলে সাথে সাথে কনস্যুলার বিভাগের সাথে যোগাযোগ করুন।
আপনার ভিসার বিষয়ে বোঝার জন্য আরো অধিক তথ্য আপনি ডিপার্টমেন্ট অফ স্টেট’স কনস্যুলার এফেয়ারস ওয়েবসাইটে পাবেন।
প্রঃ ১২. আমি যখন ইউনাইটেড স্টেটসে থাকব তখন আমার ভিসার মেয়াদ শেষ হবে । এতে কি কোনো সমস্যা হতে পারে?
না, আপনি যখন ইউনাইটেড স্টেটসে উপস্থিত হবেন তখন শুধুমাত্র ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিওরিটি অফিসারের দ্বারা অনুমোদিত মেয়াদ ও শর্ত অনুযায়ী ইউনাইটেড স্টেটসে অবস্থান করতে পারেন ।
আপনার ভিসার মেয়াদের তারিখটি হল শেষ দিন যখন আপনি ইউনাইটেড স্টেটসে প্রবেশ করতে পারবেন । আপনি কতদিন ইউনাইটেড স্টেটসে থাকতে পারবেন এটি তা নির্দেশ করেনা। আপনি কতদিন থাকতে পারবেন তা নির্ণয় করবে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিওরিটি । যতক্ষণ অবধি আপনি আপনার থাকার শর্তের বিষয়ে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিওরিটির সিদ্ধান্ত মেনে চলবেন ততক্ষণ আপনার কোনো সমস্যা হওয়ার কথা নয়।
এখানে আপনি আরো অধিক তথ্য পেতে পারেন
প্রঃ ১৩. আমি ইউনাইটেড স্টেটসে প্রবেশ করার পর কি হবে?
আপনার এয়ারলাইন আপনাকে একটি কাস্টমস ডিক্লেয়ারেশন ফর্ম ৬০৫৯বি প্রদান করবে । একসাথে ভ্রমনকারী একটি পরিবারের জন্য কেবল মাত্র একটি কাস্টম ডিক্লেয়ারেশান প্রয়োজন হবে।
ভিসা ইউনাইটেড স্টেটসে প্রবেশ নিশ্চিত করেনা বরং এটি একজন বিদেশী নাগরিক যিনি তার নিজের দেশথেকে ইউ.এস-এ ভ্রমনের জন্য আসছেন তাকে ইউনাইটেড স্টেটসে প্রবেশাধিকারের জন্য অনুরোধ করার অনুমতি প্রদান করে। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিওরিটি, ইউ.এস কাস্টমস এন্ড বর্ডার প্রোটেকশান (সিবিপি) কর্তৃপক্ষের ক্ষমতা আছে ইউনাইটেড স্টেটসে প্রবেশাধিকার প্রদান প্রত্যাখ্যান এবং এটি নির্ধারন করার যে সেই যাত্রী ইউনাইটেড স্টেটসে থাকতে পারবেন। ইউনাইটেড স্টেটসে প্রবেশাধিকার প্রদান করে প্রবেশ বন্দরে কাস্টমস এবং বর্ডার প্রোটেকশান অফিসার অনুমোদিত বসবাসের মেয়াদ নির্ধারণ করবেন। পূর্বে যাত্রীরা এই তথ্য সম্বলিত একটি পত্র আই-৯৪(প্রবেশের নথি) পেয়েছিলেন। যাত্রীদের ভ্রমণ কাগজপত্রে একটি সিবিপি অ্যাডমিশন স্ট্যাম্প প্রদান করা হবে যাতে প্রবেশাধিকারের তারিখ, প্রবেশাধিকারের প্রকার এবং কতদিন অবধি প্রবেশাধিকার বৈধ থাকবে সেটি উল্লেখিত থাকবে। এবিষয়ে বিস্তারিত জানতে সিবিপি ওয়েবসাইট দেখুন। যদি একজন যাত্রীর এলিয়েন নিবন্ধিকরণ , অভিবাসী স্ট্যাটাস বা নিযুক্তিকরণের অনুমোদন যাচাই করার জন্য তাদের আই-৯৪ এর একটি প্রতিরূপ প্রয়োজন হয় তাহলে সেটি https://cbp.gov/ থেকে পাওয়া যেতে পারে। আপনি প্রবেশের বিষয়ে তথ্যের জন্য সিবিপি ওয়েবসাইটে দেখতে পারেন।
প্রঃ ১৪. যখন আমি ইউনাইটেড স্টেটস ছেড়ে আসি তখন আমি আই-৯৪ জমা করিনি । আমাকে কি করতে হবে?
আগে যেসমস্ত বিদেশী যাত্রীদের সিবিপি কর্মচারিরা প্রবেশাধিকার অনুমোদন করেছিলেন তারা একটি ফর্ম আই-৯৪ পেয়েছিলেন(আগমন/প্রস্থান নিবন্ধন)। এই প্রক্রিয়াটি এখন স্বয়ংক্রিয় হয়ে গেছে, যেখানে কিছু ব্যতিক্রম আছে। আপনি যদি একটি ফর্ম আই-৯৪ বা আই-৯৪ডাব্লিউ পেয়ে থাকেন এবং যখন আপনি ইউ.এস ছেড়ে প্রস্থান করেন তখন যদি ফর্ম আই-৯৪ প্রবেশ/প্রস্থান নথি, বাণিজ্যিক এয়ারলাইন বা সিবিপিতে জমা না করেন তাহলে নির্দেশাবলীর জন্য সিবিপি ওয়েবসাইট দেখুন। আপনার ফর্ম আই-৯৪ বা আই-৯৪ ডাব্লিউ ইউ.এস দূতাবাস বা কনস্যুলেটে পাঠাবেন না।
প্রবেশাধিকারের অনুমোদন পাওয়ার সময় আপনি যদি ফর্ম আই-৯৪ এর পরিবর্তে আপনার পাসপোর্টে একটি এডমিশান স্ট্যাম্প পেয়ে থাকেন তাহলে আই-৯৪ নথিটি ইলেট্রনিক উপায়ে প্রস্তুত হয়েছিল এবং আপনাকে কাগজের প্রতিরূপ প্রদান করা হয়নি। সিবিপি ইউ.এস থেকে আপনার প্রস্থান ইলেক্ট্রনিক উপায়ে নিবন্ধিত করবে। এবিষয়ে আরো অধিক জানতে সিবিপি ওয়েবসাইট দেখুন।
প্রঃ ১৫. ডিএস-১৬০ জমা করার এবং কনফারমেশান পেজটির প্রিন্ট নেওয়ার বিষয়ে আমার প্রশ্ন আছে । আরো অধিক তথ্যের জন্য আমার কোথায় যাওয়া উচিত ?
এপ্লিকেশান ফর্মের বিষয়ে সহায়তা প্রদান করতে আমাদের কল সেন্টার অক্ষম । ডিএস-১৬০ পূর্ণ করার বিষয়ে কিছু জানার থাকলে নিম্নলিখিত ওয়েবসাইট দেখতে পারেন।
প্রঃ ১৬.আমি আমার নাম পরিবর্তন করেছি, আমার পুরানো নামের ইউ এস ভিসা কি এখনও বৈধ?
যদি আপনার নাম বৈধভাবে বিবাহ, বিবাহবিচ্ছেদ, অথবা আদালত দ্বারা পরিবর্তিত নাম পরিবর্তনের মাধ্যমে পরিবর্তিত হয়, তাহলে আপনাকে একটি নতুন পাসপোর্ট পেতে হবে। যখন আপনার একটি নতুন পাসপোর্ট আছে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ও মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার ভ্রমণ সহজ করার জন্য স্টেট ডিপার্টমেন্ট একটি নতুন মার্কিন ভিসার জন্য আবেদন করার প্রস্তাব দেয়।
প্রঃ ১৭.ডি এস ১৬০ ফর্ম পূরনের সময় আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমের কি তথ্য প্রদান করতে হবে?
৩১ মে ২০১৯ তারিখে, ডিপার্টমেন্ট অব স্টেট তাদের অভিবাসী এবং অন-অভিবাসী ভিসার আবেদন ফর্ম হালনাগাদ করেছে এবং বিশ্বব্যাপী বেশীরভাগ মার্কিন ভিসা আবেদনকারীর কাছ থেকে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের সনাক্তকারী তথ্য সহ অতিরিক্ত তথ্যের জন্য অনুরোধ করেছে। আরও বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে এখানে ক্লিক করুন.
এফএকিউ – ভিসা প্রত্যাখ্যান
- ১. বিভাগ ২১৪(বি) কাকে বলে?
- ২. কিভাবে একজন আবেদনকারী “জোরালো সম্পর্ক” প্রমাণ করবেন?
- ৩. বিভাগ ২১৪(বি)-এর অধীনে হওয়া প্রত্যাক্ষাণ কি চিরস্থায়ী?
- ৪. কোনো সিদ্ধান্ত বদলের জন্য কে কনস্যুলার অফিসারকে প্রভাবিত করতে পারে?
- ৫. আমি যে কাগজপত্রগুলি এনেছিলান সেগুলি অফিসার দেখলেন না কেন?
- ৬. আমার সাফল্যের সম্ভাবনার ক্ষেত্রে কি একটি আমন্ত্রণ পত্র , সমর্থনের এফিডেভিট বা বন্ড আমাকে সহায়তা করবে?
- ৭. যদি আমি পুনরায় আবেদন করি তাহলে কি আমি ভিসা পাব?
- ৮. ব্রোকারের বা দালালের সাহায্য নিলে কি আমার ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়বে?
ইউনাইটেড স্টেটস হল একটি অবারিত বা বাধামুক্ত সমাজ । অন্যান্য বিভিন্ন দেশের মত ইউনাইটেড স্টেটস অধিকাংশ পরিদর্শকের উপর আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ আরোপ করেনা, যেমন স্থানীয় কর্তৃপক্ষের সাথে নথিভূক্তিকরণ। আমাদের অভিবাসী আইন অনুসারে কনস্যুলার অফিসার প্রতিটি ভিসা আবেদনকারীকে ততক্ষণ অবধি অভিবাসে ইচ্ছুক বলে গণ্য করবে যতক্ষণ না তারা ভিন্ন প্রমান করবেন । ইউনাইটেড স্টেটসে নির্ঝঞ্ঝাট ভ্রমণ উপভোগ করার জন্য পরিদর্শক বা ছাত্র ভিসা প্রদান করার আগে আপনি ফিরে যাবেন এটি প্রমাণ করা আপনার দ্বায়িত্ব।
প্রঃ ১. বিভাগ ২১৪(বি) কাকে বলে?
বিভাগ ২১৪(বি) হল অভিবাসী ও জাতীয়তা আইন(আইএনএ) এর অংশ। এই আইনে বলা হয়েছে যে যেকোনো বিদেশী যে অন-অভিবাসী ভিসার জন্য আবেদন করছে , তাকে অভিবাসী(স্থায়ী ভাবে ইউ.এস-এ থাকতে ইচ্ছুক) বলে ধরে নেওয়া হয় যদি না সে কনস্যুলার অফিসারকে সন্তুষ্ট করতে পারেন যে তাদের ইউ.এস এর বাইরে (নিজের দেশ বা ইউ এস এ’র বাইরে যে কোন দেশ) ফিরে যাওয়ার পেছনে যথেষ্ঠ জোরালো কারণ আছে। যদি কনস্যুলার অফিসার মনে করেন যে কোনো আবেদনকারী যে উদ্দেশ্যে ভিসা নিচ্ছেন সেই উদ্দেশ্যে তিনি সেটি ব্যবহার করবেন না বা তিনি ভিসার মাপকাঠিগুলি সঠিক উপায়ে পূর্ণ করেননি তাহলে তিনি বিভাগ ২১৪(বি)-এর অধীনে ঐ আবেদনকারীর ভিসা প্রত্যাখ্যান করে দিতে পারেন।
যেকোনো বিদেশী(অন-অভিবাসী ছাড়া যে কেউ যে বিভাগ১০১(এ)(১৫)-এর উপঅনুচ্ছেদ (এল) বা (ডাব্লিউ)তে বিবৃত আছেন বা উপধারা (বি১) ছাড়া বিভাগ ১০১(এ)(১৫)(এইচ)(আই) এর বিবৃত অন-অভিবাসী ছাড়া যে কেউ) যে অ-অভিবাসী ভিসার জন্য আবেদন করছে , তাকে অভিবাসী(স্থায়ী ভাবে ইউ.এস-এ থাকতে ইচ্ছুক) বলে ধরে নেওয়া হয় যদি না সে ভিসা আবেদন করার সময় কনস্যুলার অফিসারকে এবং প্রবেশাধিকারের আবেদন করার সময় ইমিগ্রেশান অফিসারকে সন্তুষ্ট করতে পারেন যে তিনি বিভাগ ১০১(এ)(১৫) এর অধীনে অভিবাসী স্ট্যাটাসের জন্য উপযুক্ত । একজন বিদেশী যে কোনো বৈদেশিক সরকারের বা কোনো আন্তর্জাতিক সংস্থার অফিসার বা কর্মচারি, তারা ইন্টারন্যাশনাল অরগানাইসেশন্স ইমিউনিটি আইন অনুসারে সুবিধা, ছাড় এবং ইমিউনিটি পেতে পারেন । এজাতীয় কোনো বিদেশীর প্রাথমিক পরিবারের পরিচারক, ভৃত্য, কর্মচারি বা পরিবারের সদস্য যতক্ষণ না বিভাগ ২৪৭(বি) তে প্রদত্ত ফর্মে একটি লিখিত ওয়েভার জমা দিচ্ছেন ততক্ষণ তনি অভিবাসী ভিসার জন্য আবেদন করতে পারবেন না বা সেটি পাবেন না এবং অভিবাসী হিসেবে ইউনাইটেড স্টেটসে প্রবেশাধিকার পাবেন না।
আমাদের কনস্যুলার অফিসাদের কাজটি বেশ কঠিন। কোনো ব্যক্তি সাময়িক কালের বসবাসের জন্য ভিসা পাবেন কিনা তা নির্ণয় করার জন্য তাদের কাছে খুব কম সময় থাকে । অধিকাংশ ক্ষেত্রেই একটি সংক্ষিপ্ত সাক্ষাতকারের পর এবং আবেদনকারীর বন্ধন সংক্রান্ত পাওয়া প্রমাণ খতিয়ে দেখেই তাদের সিদ্ধান্ত নিতে হয়। পর্যটন বা ছাত্র ভিসার যোগ্যতা অর্জন করার জন্য আইএনএ-এর যথাক্রমে ধারা ১০১(এ)(১৫)(বি) বা (এফ) এর শর্ত গুলি পূরণ করতে হবে। এমনটা করতে ব্যর্থ হলে আইএনএ ২১৪(বি) এর অধীনে ভিসা প্রত্তাখ্যান হয়ে যাবে।আবেদনকারীরা এমন ঠিকানা প্রমাণ করেন যে তাদের বিদেশের বন্ধন এতই জোরালো যে তারা তাদের সাময়িক বসবাসের পর ইউনাইটেড স্টেটস ছেড়ে চলে যেতে বাধ্য হবেন এবং আইনত এটি প্রমাণ করার দায়ভার আবেদনকারীরই ।
প্রঃ ২. কিভাবে একজন আবেদনকারী “জোরালো সম্পর্ক ” প্রমাণ করবেন?
আপনার জন্য আমাদের সর্বোত্তম উপদেশটি হল আপনি আপনার ব্যক্তিগত পরিস্থিতি সবিস্তারে এবং সততার সাথে বর্ণণা করুন। আপনি কেন ইউ.এস-এ আসতে চান? আপনি কি কোনো বাণিজ্যিক কারণে যাত্রা করছেন, বা পরিবারের সাথে দেখা করতে যাচ্ছেন বা শিক্ষাগ্রহণের জন্য যাচ্ছেন? কনস্যুলার অফিসার বিবেচনা করবেন যে আপনার কাহিনীটি অর্থবহ কিনা এবং সিদ্ধান্ত নেবেন যে কিসের জন্য আপনি আপনার দেশে ফিরে যেতে বাধ্য হবেন। যেমন, আপনাকে কি আপনার চাকরী সূত্রে, আপনার বিদ্যালয়ের কারণে, আপনার পরিবারের কারণে , আপনার সামাজিকতার কারণে বা আপনার পোষ্যেকিছু রয়েছে যার কারণে ফিরে যেতে হবে? যেহেতু প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি ভিন্ন হয় তাই এক্ষেত্রে কোনো সঠিক বা ভুল জবাব হয়না। অন্যভাবে বলতে গেলে, অতিশয়বাড়িয়ে বলা বা কথাকে অলঙ্কৃত করবেন না এবং আমারা কি শুনতে চাইছি সেই অনুসারে জবাব দেবেন না। অফিসার কি প্রশ্ন করছেন সেটি শুনুন এবং কেন আপনাকে ভ্রমণ করতে হবে এবং কিসের কারণে আপনি নিজের দেশে ফিরে যেতে বাধ্য হবেন সে বিষয়ে সততার সাথে জবাব দিন। যদি আপনার যাত্রার উদ্দেশ্য অর্থবহ এবং গ্রহনযোগ্য হয়, আপনার ফিরে যাওয়ার যথেষ্ঠ কারণ থাকে এবং আমরা বিশ্বাস করি যে আপনি আপনার ভিসাটি যথাযথভাবে ব্যবহার করবেন তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি । মনে রাখবেন, অফিসারকে ইউ.এস আইন মানতে হবে এবং এটা সাধারনভাবে অনুমান করে নেওয়া হয়যে আপনি অভিবাসী হতে চান ।
বন্ধন হল আপনার জীবনের বিভিন্ন দিক যেগুলি আপনাকে আপনার স্বদেশের সাথে দৃঢ় বন্ধনে বেঁধে রাখে।
কোনগুলি জোরালো বন্ধন তা দেশ, শহর এবং ব্যক্তির উপর নির্ভর করে, তথাপি নিচে কিছু উদাহারণ দেওয়া হলঃ
- আপনার কাজ আপনার বাড়ি ; এবং/বা
- আপনার পরিবার ও বন্ধুদের সাথে সম্পর্ক
ভিসা সাক্ষাতকারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় কনস্যুলার অফিসার প্রতিটি আবেদনপত্র এক এক করে দেখেন এবং আবেদনকারীর পরিস্থিতি, ভ্রমণ পরিকল্পনা, আয়ের উৎস এবং ইউনাইটেড স্টেটসের বাইরের দেশের সাথে সম্বন্ধ যা নিশ্চিত করে যে আবেদনকারী তার সাময়িক বসবাসের পর নিজের দেশে আবার ফিরে যাবেন, ইত্যাদি বিষয়গুলি বিবেচনা করেন।
প্রঃ ৩. বিভাগ ২১৪(বি)-এর অধীনে হওয়া প্রত্যাক্ষাণ কি চিরস্থায়ী?
না, ধারা ২১৪(বি) এর অধীনে হওয়া কোনো প্রত্যাক্ষান বা অযোগ্যতা কেবলমাত্র ঐ নির্দিষ্ট আবেদনটির জন্য, ফলে একবার কেসটি বন্ধ হয়ে গেলে কনস্যুলার বিভাগ আর কোনো প্রক্রিয়া অবলম্বণ করতে পারবে না। এক্ষেত্রে কোনো আবেদনের প্রক্রিয়া নেই। ভিসা সংক্রান্ত সিদ্ধান্তে বিবেচিত হওয়া প্রয়োজন এমন কোনো অতিরিক্ত তথ্য যদি আপনার কাছে থাকে বা যদি শেষবার আবেদন করার পর থেকে আপনার পরিস্থিতিতে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয় তাহলে আপনি ভিসার জন্য পুনরায় আবেদন করতে পারেন। পুনরায় আবেদন করার জন্য আপনাকে একটি নতুন আবেদন পত্র পূরণ করতে হবে, আবেদনপত্রের ফিপ্রদান করতে হবে এবং একটি নতুন সাক্ষাতকারের জন্য এপয়েন্টমেন্ট নির্ধারণ করতে হবে। পুনরায় আবেদন করতে চাইলে এ আবেদন পদ্ধতির বিষয়ে সঠিক তথ্য জানতে ইউ.এস দূতাবাস বা কনস্যুলেটের ওয়েবসাইট দেখুন।
প্রঃ ৪. কোনো সিদ্ধান্ত বদলের জন্য কে কনস্যুলার অফিসারকে প্রভাবিত করতে পারে?
মার্কিন অভিবাসী আইন ভিসা প্রদান বা প্রত্যাখ্যান করার ক্ষেত্রে সম্পূর্ণ দ্বায়িত্ব প্রদান করে থাকে শুধুমাত্র সাক্ষাতকার গ্রহণকারী কনস্যুলার অফিসারকে। সমস্ত ভিসা সংক্রান্ত কেসে এদের সিদ্ধান্তই চূড়ান্ত। নিয়মানুসারে, ইউ.এস ডিপার্টমেন্ট অফ স্টেটসের ক্ষমতা আছে কনস্যুলারের সিদ্ধান্তকে পূনর্বিবেচনা করার, তবে এই ক্ষমতা আইন দ্বারা সীমাবদ্ধ , পরিস্থিতি দ্বারা নয়। যখন একজন আবেদনকারীর ভিসা ২১৪(ব) ধারা অনুসারে প্রত্যাখ্যান হয়ে যায় সেক্ষেত্রে এটি প্রত্যাখ্যান হয় প্রদান করা তথ্যের ভিত্তিতে , আইনের প্রয়োগে নয়। এক্ষেত্রে, আবেদনকারী যে তথ্যাদি প্রদান করেছেন সেগুলি তার অভিবাসের উদ্দেশ্য আছে এই ধারণাকে নষ্ট করার জন্য উপযুক্ত এবং যথেষ্ঠ কিনা তার একমাত্র বিচারক হলেন কনস্যুলার অফিসার নিজে। সাক্ষাতকারের সময় জোরালো বন্ধনের নতুন ও যথাযথ তথ্য প্রদান করে আবেদনকারী সাফল্য পেলেও পেতে পারেন।
প্রঃ ৫. আমি যে কাগজপত্রগুলি এনেছিলান সেগুলি অফিসার দেখলেন না কেন?
অন-অভিবাসী ভিসার জন্য আবেদন করা প্রাথনিকভাবে একটি কাগজপত্র ভিত্তিক প্রক্রিয়া নয়। অনেক ক্ষেত্রে আবেদনকারী ভিসা পাওয়ার জন্য যোগ্য কিনা তা বিচার করার জন্য কনস্যুলার অফিসারের কাছে ভিসা আবেদনের ফর্ম এবং ভিসা সাক্ষাতকারের সময় আবেদনকারীর দ্বারা প্রদান করা তথ্যই যথেষ্ঠ বলে বিবেচিত হয়। তবুও আমরা পরামর্শ দেব যে আপনি যেন সহায়ক কাগজপত্রগুলি , যেগুলি আপনার ভিসা আবেদনের যোগ্যতাকে প্রমান করে , সেগুলি আপনার সাথে রাখুন যাতে আপনার কাছে চাওয়া হলে আপনি সেগুলি দিতে পারেন। আপনার ভ্রমণ উদ্দেশ্য, আপনার ইউ.এস ছেড়ে দেশে ফিরে যাওয়ার ইচ্ছে এবং কোন কারণের জন্য আপনি তেমনটা করতে বাধ্য হবেন সে বিষয়ে আপনাকে সরাসরি, উপযুক্ত জ্ঞান সহকারে এবং বিস্তারিতভাবেবলতে হবে।
প্রঃ ৬. আমার ভিসা পাওয়ার সম্ভাবনার ক্ষেত্রে কি একটি আমন্ত্রণ পত্র , সমর্থনের এফিডেভিট বা বন্ড আমাকে সহায়তা করবে?
কোনো সংস্থা বা পরিবারের সদস্যের কাছ থেকে পাওয়া আমন্ত্রণপত্র আপনার যাত্রার উদ্দেশ্য বর্ণণা করতে হয়ত সহায়তা করতে পারে। তবে অফিসার আপনার ডিএস-১৬০ আবেদনপত্রটি যাচাই বাছাই করবেন এবং তারপর আপনার ব্যক্তিগত পরিস্থিতি ও স্বদেশের সাথে আপনার বন্ধনের বিষয়ে বিচার করার জন্য আপনাকে কিছু প্রশ্নও জিজ্ঞাসা করবেন। অন-অভিবাসী ভিসা আবেদন প্রক্রিয়ায় আমরা সহায়তামূলক এফিডেভিট বা তৃতীয় কোন ব্যাক্তি প্রদত্তবন্ড গ্রহণ করিনা।
প্রঃ ৭. যদি আমি পুনরায় আবেদন করি তাহলে কি আমি ভিসা পাব?
ভিসা আবেদনের প্রক্রিয়াটি একটি লটারি নয়। ২১৪(বি) ধারা অনুসারে ভিসা প্রত্যাখ্যান হয়ে যাওয়ার অর্থ এই নয় যে আপনি ভিসা পাওয়ার জন্য চিরতরে অযোগ্য বলে বিবেচিত হয়েছেন। যতক্ষণ না শেষবারের সাক্ষাতকারের পর থেকে আপনার ব্যক্তিগত পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হচ্ছে, আমরা পরামর্শ দেব যে আপনি আবার ভিসার জন্য আবেদন না করেন। যদি আপনি পুনরায় আবেদন করেন তাহলে আপনাকে একটি নতুন ডিএস-১৬০ ফর্ম পূর্ণ করতে হবে, একটি নতুন ভিসা আবেদনপত্র ফি প্রদান করতে হবে এবং একটি নতুন সাক্ষাতকারের এপয়েন্টমেন্ট নির্ধারণ করতে হবে।
প্রঃ ৮. ব্রোকারের বা দালালের সাহায্য নিলে কি আমার ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়বে?
এমন অনেক ব্রোকার বা দালাল আছে যারা দাবী করে যে দূতাবাসের সাথে তাদের আভ্যন্তরীণ যোগাযোগ আছে বা ভিসা আবেদন প্রক্রিয়ার বিষয়ে তাদের বিশেষ জ্ঞান আছে। এই ব্রোকার বা দালালদের কাছ থেকে দূরে এবং সাবধানে থাকবেন। এদের মধ্যে অধিকাংশই আপনার কাছে নকল কাগজপত্র বিক্রির চেষ্টা করবে এবং এতে করে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা আরও কমে আসবে। ভিসা আবেদন করার জন্য যে সমস্ত তথ্য আপনার প্রয়োজন সেটি জনসাধারণের জন্য বিনামূল্যে পাওয়া যায়।
২১৪(বি) ব্যতিরেকে ভিসা পাওয়ার অযোগ্যতার বিষয়ে তথ্যের জন্য অনুগ্রহ করে ডিপার্টমেন্ট অফ স্টেট’স কনস্যুলার এফেয়ার্সের ওয়েবসাইট দেখুন।
এফএকিউ – বাণিজ্যিক/পর্যটন ভিসা
- ১. পর্যটন বা বাণিজ্যিক ভিসার সাহায্যে আমি কতদিন ইউনাইটেড স্টেটসে থাকতে পারি?
- ২. আমার পরিদর্শক ভিসা(বি-বি/২)-এর মেয়াদ আমার ইউনাইটেড স্টেটসে প্রবেশের পরিকল্পিত তারিখের পর শেষ হবে । আমাকে কি যাত্রা করার পূর্বে একটি নতুন ভিসা নিতে হবে?
- ৩. আমার ইউ.এস ভিসার মেয়াদ আগামী ছয় মাসের মধ্যে শেষ হয়ে যাবে। আমাকে কি আমার বর্তমান ভিসার মেয়াদ শেষ হওয়ার পর নতুন ভিসার জন্য আবেদন করতে হবে না আমি আগে তা করতে পারি?
- ৪. বর্তমানে আমার কাছে একটি বৈধ বি-১/বি-২ ভিসা আছে যেটি নেওয়া হয়েছে আমার বিবাহের আগের নামের পুরানো পাসপোর্টে। আমি এই ভিসাটিকে আমার নতুন পাসপোর্টে স্থানান্তরিত করতে চাই যেটি আমার বিবাহের পরের নামে নথিভূক্ত আছে। এর পদ্ধতিটি কি?
- ৫. আমার বর্তমান ভিসাটি আমাকে প্রদান করা হয়েছিল যখন আমি আমার আগের কাজে নিযুক্ত ছিলাম । এখন আমি একটি নতুন সংস্থায় একটি নতুন কাজে নিযুক্ত আছি এবং আমার নতুন নিয়োগকর্তা চান যে আমি ইউনাইটেড স্টেটসে একটি বৈঠকে অংশ নিই, যেটি আগামী মাসে নির্ধারিত আছে। আমি কি একই ভিসা এক্ষেত্রে ব্যবহার করতে পারি, না আমাকে একটি নতুন ভিসার জন্য আবেদন করতে হবে?
- ৬. আমার সন্তান ইউনাইটেড স্টেটসে শিক্ষাগ্রহণ করছে । আমি কি তার সাথে থাকতে পারি?
- ৭. আমি কি ইউ.এস-এ বসবাস করার জন্য এবং কাজ করার জন্য বি১/বি২ ভিসা ব্যবহার করতে পারি?
প্রঃ ১. পর্যটন বা বাণিজ্যিক ভিসার সাহায্যে আমি কতদিন ইউনাইটেড স্টেটসে থাকতে পারি?
একটি ইউ.এস অন-অভিবাসী ভিসা আপনাকে শুধুমাত্র ইউনাইটেড স্টেটসের কোনো একটি প্রবেশ বন্দরে(বিমান বন্দর/ সমূদ্র বন্দর) যাওয়ার অনুমতি প্রদান করে । আপনি যখন আপনার গন্তব্যের প্রবেশ বন্দরে (বিমান বন্দর/ সমূদ্র বন্দর) উপস্থিত হবেন, তখন ইউ.এস কাস্টমস এবং বর্ডার প্রোটেকশান অফিসার যিনি আপনার প্রবেশের বিষয়টি প্রক্রিয়াকরণ করবেন , তিনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কতদিন এই দেশে থাকতে পারবেন। আপনি আপনার অন-অভিবাসী ভিসা যে দিন অবধি বৈধ সেই দিন অবধি ইউনাইটেড স্টেটসে ভ্রমণ করতে পারেন। ভিসার মেয়াদ এটি নির্ধারিত করে না যে আপনি আইনত কতদিন অবধি ইউনাইটেড স্টেটসে থাকতে/অবস্থান করতে পারবেন। ইউনাইটেড স্টেটসে উপস্থিত হওয়ার পর কেবলমাত্র কাস্টমস এবং বর্ডার প্রোটেকশান অফিসার এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।
প্রঃ ২. ২. আমার পরিদর্শক ভিসা(বি-১/বি-২)-এর মেয়াদ আমার ইউনাইটেড স্টেটসে প্রবেশের পরিকল্পিত
আপনি আপনার ভিসায় উল্লেখিত মেয়াদের শেষ তারিখ অবধি ইউনাইটেড স্টেটসে গমন করতে পারেন। আপনার উপস্থিতির ওপর ভিত্তি করে কাস্টমস এবং বর্ডার প্রোটেকশান অফিসার সিদ্ধান্ত নিবেন যে আপনি কতদিন অবধি ইউনাইটেড স্টেটসে থাকতে পারবেন। আপনি ইউনাইটেড স্টেটসে থাকাকালীনও আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যেতে পারে – সে ক্ষেত্রে এই বিষয়টি অবশ্যই নিশ্চিত করুন যে অফিসার দ্বারা প্রদত্ত এবং ধার্যকৃতসময়সীমার অধিক বেশি সময় আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন না।
প্রঃ ৩. আমার ইউ.এস ভিসার মেয়াদ আগামী ছয় মাসের মধ্যে শেষ হয়ে যাবে। আমাকে কি আমার বর্তমান ভিসার মেয়াদ শেষ হওয়ার পর নতুন ভিসার জন্য আবেদন করতে হবে না আমি তা আগেও করতে পারি?
আপনার বর্তমান ভিসার মেয়াদ শেষ হওয়া অবধি আপনাকে অপেক্ষা করতে হবেনা। আপনি এমনকি বর্তমান ভিসার মেয়াদথাকাকালীনও নতুন ভিসার জন্য আবেদন করতে পারেন
প্রঃ ৪. বর্তমানে আমার কাছে একটি বৈধ বি-১/বি-২ ভিসা আছে যেটি নেওয়া হয়েছে আমার বিবাহের আগের নামের পুরানো পাসপোর্টে। আমি এই ভিসাটিকে আমার নতুন পাসপোর্টে স্থানান্তরিত করতে চাই যেটি আমার বিবাহের পরের নামে নথিভূক্ত আছে। এর পদ্ধতিটি কি?
ইউ এস ভিসা একটি পাসপোর্ট থেকে অন্য আরেকটি পাসপোর্ট এ স্থানান্তর যোগ্য নহে। যদি আপনার নাম আইনগত ভাবে বিবাহ, তালাক অথবা আদালতের দ্বারা নাম পরিবর্তন আদেশের মাধ্যমে পরিবর্তিত হয়, আপনাকে অবশ্যই একটি নতুন পাসপোর্ট তৈরি করতে হবে। যখনি আপনি নতুন পাসপোর্টটি পাবেন, ইউনাইটেড স্টেটস এ আপনার ভ্রমন সহজ করার জন্য ডিপার্টমেন্ট অফ স্টেট আপনাকে নতুন ভিসার আবেদন করার সুপারিশ জানাচ্ছে ।
প্রঃ ৫. আমার বর্তমান ভিসাটি আমাকে প্রদান করা হয়েছিল যখন আমি আমার আগের পুরনো কাজে নিযুক্ত ছিলাম । এখন আমি একটি নতুন সংস্থায় একটি নতুন কাজে নিযুক্ত আছি এবং আমার নতুন নিয়োগকর্তা চান যে আমি ইউনাইটেড স্টেটসে একটি বৈঠকে অংশ নিই, যেটি আগামী মাসে নির্ধারিত আছে। আমি কি একই ভিসা এক্ষেত্রে ব্যবহার করতে পারি না, আমাকে একটি নতুন ভিসার জন্য আবেদন করতে হবে?
যতক্ষণ অবধি আপনার ভিসা ব্যক্তিগত ব্যাবসা বা বিনোদনের জন্য বৈধ আছে ততক্ষণ পর্যন্ত আপনি একই ভিসায় ইউনাইটেড স্টেটসে এর উদ্দেশে ভ্রমন করতে পারেন।
প্রঃ ৬. আমার সন্তান ইউনাইটেড স্টেটসে শিক্ষাগ্রহণ করছে । আমি কি তার সাথে থাকতে পারি?
না। আপনার বি-১/বি-২ ভিসার সাহায্যে সল্প সময়ের জন্য আপনি আপনার সন্তানের সাথে গিয়ে দেখা করতে পারেন, তবে আপনার নিজস্ব অভিবাসী, কাজ বা ছাত্র ভিসা না থাকলে আপনি আপনার সন্তানের সাথে বসবাস করতে পারবেন না।
প্রঃ ৭. আমি কি ইউ.এস-এ বসবাস করার জন্য এবং কাজ করার জন্য বি১/বি২ ভিসা ব্যবহার করতে পারি?
ইউ.এস অভিবাসী আইন দ্বারা বি-১/বি-২ প্রকারের ভিসা একটি নির্দিষ্ট এবং সীমিত সময়ের মধ্যে যাত্রা করার জন্য সীমাবদ্ধ। আপনি যদি স্থায়ী বা নির্ধারিত সময়ের অধিক কাল বসবাস করতে ইচ্ছুক হন, তাহলে বি-১/বি-২ প্রকারটি আপনার জন্য যথাযথ নয়। বি১/বি২ প্রকারের ভিসায় যাত্রা করলে বেতন পাচ্ছেন এমন কাজে নিযুক্ত হওয়া আইনত নিষিদ্ধ।
এফএকিউ – কাজ করার ভিসা
- ১. পিটিশন কাকে বলে?
- ২. আমি কি লঘু কাজের জন্য ভিসা পেতে পারি?
- ৩. সাময়িক কর্মকালীন ভিসার জন্য আবেদন করার জন্য কি কোনো বয়সসীমা আছে?
- ৪. আমার ইউ.এস ভিত্তিক কোনো আত্মীয় কি আমার কর্ম ভিসার জন্য জামিন দিতে পারেন?
- ৫. আমি কখন ইউনাইটেড স্টেটসে প্রবেশ করতে পারি?
- ৬. ফ্রড প্রিভেনশন এবং ডিটেকশান ফি কারা প্রদান করে এবং কখন তারা এটি প্রদান করে?
প্রঃ ১. পিটিশন কাকে বলে?
ইউ.এস দূতাবাস বা কনস্যুলেটে একটি সাময়িক কর্মী ভিসার জন্য আবেদন করার আগে আপনার কাছে অবশ্যই একটি অনুমোদিত ফর্ম আই-১২৯ , অন-অভিবাসী কর্মীর পিটিশন এবং ফর্ম ইউএসসিআইএস থাকতে হবে। আপনার সম্ভাব্য নিয়োগকারী সংস্থাকে এই পিটিশনটি আপনার কর্মে নিযুক্তিকরণের প্রারম্ভিক তারিখের আগে ছয় মাসের মধ্যে জমা করতে হবে।যাতে প্রক্রিয়াকরণের জন্য যথেষ্ঠ সময় পাওয়া যায় সেই জন্য ছয় মাস সময়কালের মধ্যে আপনার নিয়োগকারী সংস্থার উচিত এই পিটিশনটি যত শীঘ্র সম্ভব জমা করা। অনুমোদিত হয়ে গেলে আপনার নিয়োগকারী সংস্থাকে ফর্ম আই-৭৯৭ , কর্মের বিজ্ঞপ্তি পাঠিয়ে দেওয়া হবে। আরো অধিক তথ্যের জন্য ইউএসসিআইএস সাময়িক কর্মীর ওয়েবপেজটি দেখুন।
দ্রষ্টব্যঃ আপনার পিটিশনের অনুমোদনের বিষয়টি যাচাই করতে ইউ.এস দূতাবাস বা কনস্যুলেটের আপনার আই-১২৯ পিটিশন রিসিপ্ট নম্বর ও আপনার অনুমোদিত ফর্ম আই-৭৯৭ টি প্রয়োজন। দয়াকরে আপনার সাক্ষাতকারে এই উভয়ই নিয়ে আসুন।
প্রঃ ২. আমি কি লঘু কাজের জন্য ভিসা পেতে পারি?
না, এমন কোনো ভিসা নেই যেটি লঘু কাজকে আওতাভূক্ত করে। যে সমস্ত আবেদনকারীরা ইউনাইটেড স্টেটসে কাজ করার পরিকল্পনা করছেন তাদের কাছে ভিসার সাক্ষাতকারের পূর্বে অনুমোদিত পিটিশন থাকতে হবে।
প্রঃ ৩. সাময়িক কর্মকালীন ভিসার জন্য আবেদন করার জন্য কি কোনো বয়সসীমা আছে?
কোনো বয়সসীমা নেই তবে নিয়োগকারীর ব্যবসার স্থানের বিষয়ে জানার জন্য এমপ্লয়মেন্ট রেগুলেশনসে যোগাযোগ করুন।
প্রঃ ৪. আমার ইউ.এস ভিত্তিক কোনো আত্মীয়কি আমার কর্মীভিসার জন্য জামিন দিতে পারেন?
না, কেবলমাত্র আপনার নিয়োগকারী সংস্থা জামিন দিতে পারে।
প্রঃ ৫. আমি কখন ইউনাইটেড স্টেটসে প্রবেশ করতে পারি?
আপনার ফর্ম আই-৭৯৭ বা আপনার নিয়োগপত্রে উল্লেখিত নিযুক্তিকরণ আরম্ভের তারিখের ১০ দিনের বেশি আগে আপনি ইউনাইটেড স্টেটসে প্রবেশ করতে পারবেন না ।
প্রঃ ৬. ফ্রড প্রিভেনশন এবং ডিটেকশান ফি কারা প্রদান করে এখন কখন তারা এটি প্রদান করে?
এল-১ ভিসার আবেদনকারী যিনি ব্ল্যাঙ্কেট পিটিশনে যাত্রা করবেন তাকে অবশ্যই ফ্রড প্রিভেনশন এবং ডিটেকশান ফি প্রদান করতে হবে। ব্যক্তিগত এল, এইচ-১বি, এবং এইচ-২বি পিটিশনে যাত্রাকারী ইউ.এস পিটিশনারদের পিটিশন ফাইল করার সময় ফ্রড প্রিভেনশন এবং ডিটেকশান ফি ইউএসসিআইএস-এ প্রদান করতে হবে।
এফএকিউ – ছাত্র ভিসা
- ১. আই-২০ কি এবং আমি কিভাবে সেটি পাব?
- ২. আমাকে আমার ছাত্র ভিসার জন্য কত শীঘ্র আবেদন করতে হবে?
- ৩. আমি আমার ভিসা পেয়ে গেছি, আমার কবে ভ্রমন করা উচিৎ?
- ৪. যদি কোনো পরিদর্শক ভিসার ব্যক্তি ইউনাইটেড স্টেটসে থাকাকালীন কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায় বা ফর্ম আই-২০ পায় তাহলে সেকি তার ভিসা স্ট্যাটাসটিকে ছাত্রে পরিবর্তিত করতে পারে?
- ৫. আমি যদি একটি ভিন্ন বিশ্ববিদ্যালয়ে আই-২০ পাই তাহলে কি হবে?
- ৬. আমি একজন এইচ-১বি হিসেবে কাজ করছিলাম এবং এখন এফ-১ হিসেবে একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছি । আমাকে কি ছাত্র ভিসার জন্য আবেদন করার জন্য আমার দেশে ফিরে যেতে হবে?
- ৭. একজন এফ-১ ছাত্র কি ইউনাইটেড স্টেটসে কাজ করতে পারে ?
- ৮. সেভিস ব্যবস্থা কাকে বলে এবং এটি কিভাবে আমাকে প্রভাবিত করবে?
- ৯. ইউ.এস-এ তে উচ্চ শিক্ষার বিকল্পগুলির বিষয়ে আমি কোথায় বিশদজানতে পারব?
- ১০. সাক্ষাৎকারের সময় কনস্যুলার অফিসারের কাছে আমাকে কি প্রমান বা দেখাতে হবে।
- ১১. আমাকে সাক্ষাৎকারের সময় কি কি নিয়ে আসতে হবে?
প্রঃ ১. আই-২০ কি এবং আমি কিভাবে সেটি পাব?
ফর্ম আই-২০ হল একটি অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান দ্বারা প্রকাশিত একটি সরকারি ইউ.এস সরকারের ফর্ম, যেটি এফ-১ বা এম-১ ভিসা পাওয়ার জন্য একজন সম্ভাব্য অন-অভিবাসী ছাত্রকে পেতে হবে। ফর্ম আই-২০ গ্রহণের প্রমাণ হিসেবে কাজ করে এবং এতে সেভিস আই-৯০১ ফি প্রদানের বিষয়ে, ভিসার জন্য আবেদন করার বিষয়ে বা ভিসা স্ট্যাটাস পরিবর্তন করার বিষয়ে এবং ইউনাইটেড স্টেটসে প্রবেশাধিকারের বিষয়ে সকল তথ্য প্রদান করা থাকে। ফর্ম আই-২০তে উপরের ডানদিকে বারকোডের ঠিক নিচে ছাত্রদের সেভিস সনাক্তকরণ নম্বর থাকে যেটি একটি এন অক্ষর দ্বারা শুরু হয় এবং তারপরে থাকে নয়টি সংখ্যা ।
প্রঃ ২. আমাকে আমার ছাত্র ভিসার জন্য কত শীঘ্র আবেদন করতে হবে?
আপনাকে আপনার আই-২০ পাওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব আপনার অন-অভিবাসী ছাত্র ভিসার জন্য আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে। আপনি একটি আগের এবং সময়মাফিক তারিখ পাচ্ছেন এই বিষয়টি নিশ্চিত করতে আপনি যেকোনো সময় আবেদন করতে পারেন। নতুন শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট (এফ এবং এম) ভিসা স্টাডি কোর্সের শুরুর তারিখের ১২০ দিনের মধ্যে ইস্যু করা যেতে পারে।
প্রঃ ৩. আমি আমার ভিসা পেয়ে গেছি, আমার কবে ভ্রমন করা উচিৎ?
আপনার প্রাথমিক প্রবেশের জন্য , আপনি আপনার আই-২০ তে উল্লেখিত কোর্সের শুরুর দিনের কেবলমাত্র ৩০ দিন আগেই ইউনাইটেড স্টেটসে প্রবেশ করতে পারেন। এটি কখন আপনার ভিসা প্রদান করা হয়েছে তার উপর নির্ভরশীল নয়।
প্রঃ ৪. যদি কোনো বিনিময় পরিদর্শক ভিসার ব্যক্তি ইউনাইটেড স্টেটসে থাকাকালীন কোনো বিদ্যালয়ে ভর্তির সুযোগ পায় বা ফর্ম আই-২০ পায় তাহলে সেকি তার ভিসা স্ট্যাটাসটিকে ছাত্রে পরিবর্তিত করতে পারে?
হ্যাঁ, সাধারনত যদি আপনি ইউনাইটেড স্টেটসে আইনতভাবে অন- অভিবাসী ভিসার সাহায্যে প্রবেশ করেন, যদি আপনার অন-অভিবাসী স্ট্যাটাস বৈধ থাকে, যদি আপনি আপনার স্ট্যাটাসের শর্তগুলি লঙ্ঘননা করেন, এবং আপনি এমন কোনো কাজ না করেন যাতে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন তাহলে আপনি আপনার অন- অভিবাসী ভিসা স্ট্যাটাস পরিবর্তন করার জন্য আবেদন করতে পারেন। আরো অধিক তথ্যের জন্য অনুগ্রহ করে ইউএসসিআইএস ওয়েবসাইট টি দেখুন।
প্রঃ ৫. আমি যদি একটি ভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য আই-২০ পাই তাহলে কি হবে?
যদি আপনি আপনার সাক্ষাতকার নির্ধারণের পর আই-২০ পান তাহলে আপনি আপনার সাক্ষাতকারের সময় নতুন আই-২০ এর বিষয়ে কন্সুলার অফিসার কে অবশ্যই অবগত করবেন।
প্রঃ ৬. আমি একজন এইচ-১বি হিসেবে কাজ করছিলাম এবং এখন এফ-১ হিসেবে একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছি । আমাকে কি ছাত্র ভিসার জন্য আবেদন করার জন্য আমার দেশে ফিরে যেতে হবে?
না, আপনি একবার ইউনাইটেড স্টেটসে প্রবেশ করলে আপনাকে নতুন ভিসার জন্য আবেদন করতে হবে না কারণ ভিসা কেবলমাত্র ইউনাইটেড স্টেটসে প্রবেশাধিকার পাওয়ার জন্য প্রয়োজন হয়। আপনার স্ট্যাটাসের কোনো পরিবর্তন প্রয়োজন কিনা জানার জন্য ইউএসসিআইএস এর ওয়েবসাইট দেখুন। তবে হ্যাঁ, আপনি যদি দেশ ছেড়ে চলে যান তাহলে ইউনাইটেড স্টেটসে পুনরায় ফিরে আসার জন্য আপনাকে একটি ছাত্র ভিসার জন্য আবেদন করতে হবে।
প্রঃ ৭. একজন এফ-১ ছাত্র কি ইউনাইটেড স্টেটসে কাজ করতে পারে ?
এফ ভিসার পূর্ণ সময় শিক্ষারত ছাত্ররা অন-ক্যাম্পাস চাকুরি করতে পারে তবে তা সপ্তাহে ২০ ঘন্টার বেশি হওয়া যাবে না। ছাত্র স্ট্যাটাসে একবছর অতিক্রান্ত হওয়ার পর একজন আবেদনকারী ইউএসসিআইএস-এর আনুমোদন ক্রমে অফ-ক্যাম্পাস চাকুরির জন্য আবেদন করতে পারেন। আরো অধিক তথ্যের জন্য অনুগ্রহ করে আপনার বিশ্ববিদ্যালয়ের মনোনীত ছাত্র উপদেষ্টার সাথে যোগাযোগ করুন।
প্রঃ ৮. সেভিস ব্যবস্থা কাকে বলে এবং এটি কিভাবে আমাকে প্রভাবিত করবে?
স্টুডেন্ট এন্ড এক্সচেঞ্জ ভিসিটার ইনফরমেশান সিস্টেম (সেভিস)-এ বিদ্যালয় এবং এক্সচেঞ্জ প্রোগ্রামকে সমস্ত নতুন এবং বিদ্যমান বিদেশী ছাত্র এবং বিনিময় পরিদর্শকদের এনরোলমেন্ট স্ট্যাটাস যাচাই করতে হবে।ভিসা আনুমোদন হওয়ার আগে ছাত্র ভিসার আবেদনকারীদের সেভিস মূল্য প্রদান করতে হবে। সেভিস ওয়েবসাইটে আপনি এই সংক্রান্ত আরো অধিক তথ্য জানতে পারবেন।
প্রঃ ৯. ইউ.এস-এ উচ্চ শিক্ষার বিকল্পগুলির বিষয়ে আমি কোথায় বিস্তারিত জানতে পারব?
বিদেশে শিক্ষাগ্রহণ করা একটি অনেক বড় সিদ্ধান্ত এবং এর জন্য আবেদনের প্রক্রিয়া বেশ সময়সাপেক্ষ হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে পড়তে ইচ্ছুক ছাত্র/ছাত্রীদের সয়াহতা করার জন্য ইউ.এস দূতাবাস এডুকেশান ইউএসএ কাউন্সিলিং সেবা প্রদান করে যেটি আপনার শিক্ষাগত প্রয়োজনীয়তা পূরণের জন্য সঠিক প্রোগ্রামটি নির্বাচন করতে অনেক সাহায্য করবে। আরো অধিক জানার জন্য অনুগ্রহ করে এডুকেশান ইউএসএ-এর ওয়েবসাইট দেখুন।
প্রঃ ১০. আমি আমার সাক্ষাতকারের জন্য কিভাবে প্রস্তুতি নেব?
ছাত্র ভিসার সাক্ষাতকারটি হল মূলত একটি আলোচনা । কনস্যুলার অফিসারকে এটি নির্ণয় করতে হবে যে আপনি একজন প্রকৃত ছাত্র এবং আপনার শিক্ষার খরচ বহন করার জন্য প্রয়োজনীয় অর্থ আপনার কাছে আছে। আপনার কোনো বক্তব্য প্রস্তুত করতে হবেনা বা মুখস্ত করতে হবেনা, আপনাকে আপনাকে শিক্ষার কারণ ভাবতে হবে, আপনার শিক্ষার অর্থ প্রদান করার জন্য কি পরিকল্পনা আছে তা ভাবতে হবে এবং কন্যুলার অফিসারের সাথে এই বিষয় গুলি নিয়ে আলোচনা করার জন্য প্রস্তুত থাকতে হবে। তবে সবার আগে শান্ত থাকুন, বিচলিত হবেন না ! কনস্যুলার অফিসারের কাজ হল সত্য ও সঠিক তথ্য নির্ণয় করা, আপনাকে হতাশ করা নয়।
প্রঃ ১১. আমাকে সাক্ষাৎকারের সময় কি কি নিয়ে আসতে হবে?
আপনি আপনার শিক্ষা সময়কালীন যেঅর্থ ব্যয় হবে, তা বহন করতে সক্ষম এটি বোঝায় এবং আপনার শিক্ষাগত যোগ্যতাকে নিশ্চিত করে এমন যেকোনো কাগজপত্র আপনি নিয়ে আসতে পারেন। এগুলির মধ্যে শিক্ষাগত প্রশংসাপত্র সমূহ, পরীক্ষার ফলাফল, এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট, ইত্যাদি অন্তর্ভূক্ত থাকতে পারে। অনেক আবেদনকারী কাগজপত্র গুলিকে জাল বা অলঙ্কৃত করার কথা ভাবতে পারেন । যদি কোনো আবেদনকারী ভিসা আবেদনের সাথে জাল বা নকল কাগজপত্র প্রদান করেন তাহলে তাদের আজীবনের জন্য ইউএস ভিসা পাওয়ার সম্ভাবনা হারিয়ে যেতে পারে এবং ইউনাইটেড স্টেটসে যাত্রা করার অনুমতি দেওয়া হবে না। যদি আপনার শিক্ষার জন্য প্রয়োজনীয় অর্থ প্রদান করতেআপনার কাছে যথেষ্ঠ অর্থ না থাকে তাহলে এডুকেশান ইউএসএ থেকে আপনি বৃত্তি এবং অন্যান্য অর্থপ্রদানের উৎসের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবেন ।
এফএকিউ- বিনিময় পরিদর্শক ভিসা
- ১. আমি আমার ভিসা পেয়ে গেছি, আমার কখন ভ্রমন করা উচিত?
- ২. সেভিস ব্যবস্থা কি এবং এটি কিভাবে আমাকে প্রভাবিত করবে?
- ৩. “দুই-বছরের-নিয়ম” কাকে বলে?
- ৪. দুই-বছরের-নিয়ম কি মউকুফ হওয়া সম্ভব ?
প্রঃ ১. আমি আমার জে ভিসা পেয়ে গেছি, আমার কখন ভ্রমন করা উচিত?
আপনার প্রাথমিক প্রবেশের জন্য , আপনি আপনার ফর্ম ডিএস-২০১৯-এ উল্লেখিত প্রোগ্রামের শুরুর দিনের কেবলমাত্র ৩০ দিন আগেই ইউনাইটেড স্টেটসে প্রবেশ করতে পারেন। এটি কখন আপনার ভিসা প্রদান করা হয়েছে তার উপর নির্ভরশীল নয়।
প্রঃ ২. সেভিস ব্যবস্থা কি এবং এটি কিভাবে আমাকে প্রভাবিত করবে?
স্টুডেন্ট এন্ড এক্সচেঞ্জ ভিসিটার ইনফরমেশান সিস্টেম (সেভিস)-এ বিদ্যালয় এবং এক্সচেঞ্জ প্রোগ্রামকে সমস্ত নতুন এবং বিদ্যমান বিদেশী ছাত্র এবং বিনিময় পরিদর্শকদের এনরোলমেন্ট স্ট্যাটাস যাচাই করতে হবে।ভিসা অনুমোদন হওয়ার আগে ছাত্র ভিসার আবেদনকারীদের সেভিস ফি প্রদান করতে হবে। সেভিস ওয়েবসাইটে আপনি এই সংক্রান্ত আরো অধিক তথ্য পাবেন।
প্রঃ ৩. “দুই-বছরের-নিয়ম” বলতে কি বুঝায় ?
“দুই-বছরের-নিয়ম” হল ইউ.এস অভিবাসী আইনে ব্যবহৃত একটি প্রচলিত শব্দ যেখানে অনেক বিনিময় পরিদর্শকদের তাদের বিনিময় পরিদর্শনের সমাপ্তির পর নির্দিষ্ট কিছু প্রকারের ভিসায়, এইচ-১, এল-১, কে-১ এবং অভিবাসী ভিসায় পুনরায় ইউ.এস-এ ফিরে আসার আগে তাদের নিজ দেশে ফিরে যেতে হয় এবং দুবছর সেখানে থাকতে হয়। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে আপনার উপর দুই-বছরের-নিয়ম প্রযোজ্য কিনা সেবিষয়ে আপনার ডিএস ২০১৯-এ কেবলমাত্র কিছু প্রাথমিক তথ্য থাকে । চূড়ান্ত সিদ্ধান্ত তখনই নেওয়া হবে যদি আপনি এইচ-১, এল-১, কে-১ বা অভিবাসী ভিসার জন্য আবেদন করেন।
জে-১ ভিসা ধারীযাদের উপর দুই-বছরের-নিয়ম প্রযোজ্য তাদের ইউনাইটেড স্টেটসে থাকার এবং অনুমোদিত অন-অভিবাসী স্ট্যাটাসের পরিবর্তনের(যেমন, জে-১ ভিসা থেকে এইচ-১ ভিসা) বা আইনত স্থায়ী বাসিন্দা হওয়ার স্ট্যাটাসের(গ্রিন কার্ড) জন্য আবেদনের অনুমতি নেই যদি না তারা দেশে ফিরে দুই বছর বসবাস করেন বা তার নিজের দেশ থেকে অনুমোদিত ছাড়পত্র পান । আপনার উপর দুই-বছরের-নিয়ম প্রযোজ্য হবে কিনা তা একাধিক বিষয়ের উপর ভিত্তি করে নির্ধারিত হয়, যার মধ্যে আপনার খরচ বহনের আয় উৎস এবং আপনার দেশ অনুসারে স্কিল লিস্ট (কর্মদক্ষতা) এর অন্তর্ভূক্ত থাকে। আপনি কতদিন যাবত ইউনাইটেড স্টেটসে বসবাস করেছেন এটি তার উপর নির্ভর করে না।
প্রঃ ৪. দুই-বছরের-নিয়ম কি মউকুফ হওয়া সম্ভব ?
সম্ভব, কেবলমাত্র ডিপার্টমেন্ট অফ স্টেটসের ভিসা অফিসার দুই-বছরের-নিয়ম মউকুফ করতে পারেন। আপনার উপর এই নিয়ম প্রযোজ্য হবে কিনা তা নির্ধারণের ক্ষেত্রেও ভিসা অফিসার হলেন চূড়ান্ত কর্তৃপক্ষ । আপনার পাসপোর্টে কি উল্লেখিত আছে এটি তার উপর নির্ভর করেনা। যদি আপনার উপর দুই-বছরের-নিয়ম প্রযোজ্য হয় তাহলে আপনি এটি মউকুফ হওয়ার জন্য যোগ্যতা পেতে পারেন। যদি আপনি দুই-বছরের- নিয়মের আওতাধীন হয়েও থাকেন তারপরেও আপনি ভ্রমণ ভিসার জন্য বা উপরোক্ত প্রকার গুলি ছাড়া যে কোনো প্রকারের অন-অভিবাসী ভিসার জন্য যোগ্যতা পেতে পারেন।
এফএকিউ – ট্রানসিট
প্রঃ ১. আমি পরিকল্পনা করেছি যে একদিনের জন্য ইউনাইটেড স্টেটসে থেকে পরের দিন অন্য দেশে যাত্রাকারী বিমান ধরব। আমাকে কি সি-১ ভিসা বা বি-১/বি-২ ভিসার জন্য আবেদন করতে হবে?
আপনি যদি অন্যত্র যাত্রা পথে ইউনাইটেড স্টেটসে নামা ছাড়া অন্য কোনো কারণে আসতে চান , যেমন, কোনো বন্ধুর সাথে দেখা করা বা ভ্রমণ করা তাহলে আপনাকে অবশ্যই এই উদ্দেশ্যের জন্য প্রয়োজনীয় ভিসা পেতে হবে , যেমন বি-২ ভিসা।
এফএকিউ –ধর্মীয় কর্মী ভিসা
প্রঃ ১. আমি ধর্মীয় কর্মী ভিসার জন্য আবেদন করছি কিন্তু আমার কাছে অনুমোদিত পিটিশন নেই । আমি আর-১ ভিসা নিয়ে আগে ইউনাইটেড স্টেটসে এসেছিলাম এবং তখন আমার কোনো পিটিশনের প্রয়োজন হয়নি । যেহেতু অতীতে আমার কাছে আর-১ ভিসা ছিল, সেই কারণে আমি কি পিটিশন ছাড়া আর-১ ভিসার জন্য আবেদন করতে পারি?
অনুমোদিত পিটিশনের প্রয়োজনীয়তা ২৮ শে নভেম্বর ২০০৮ থেকে কার্যকরী হয়েছে । সমস্ত আবেদনকারী যারা আর-১ অ-অভিবাসী ভিসার জন্য আবেদন করতে চান তাদের ইউএস সিটিজেনশিপ এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস(ইউএসসিআইএস) –এর থেকে অনুমোদিত পিটিশন নিতে হবে। আরো অধিক তথ্যের জন্য অনুগ্রহ করে ইউএসসিআইএস–এর ওয়েবসাইট দেখুন।
এফএকিউ - সাক্ষাতকার অব্যাহতির / ভিসা নবায়ন
- ১. আমার সর্বশেষ ভিসাটি যদি অন্য কোন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্র দুতাবাস (ঢাকা থেকে নয়) থেকে প্রদান করা হয় তাহলে কি আমি সাক্ষাতকার অব্যাহতি কার্যক্রমের অর্থাৎ সাক্ষাতকার অব্যাহতি জন্য আবেদন করতে পারবো?
- ২. আমি কি সাক্ষাতকার অব্যাহতি কার্যক্রমে (সাক্ষাতকার অব্যাহতি ) আবেদন করার জন্য যোগ্য?
- ৩. আমার ভিসাটি ২ বছর আগে মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। আমি কি এখনও সাক্ষাতকার অব্যাহতি এর জন্য আবেদন করতে পারব ?
- ৪. আমি ২০০৭ সালে ভিসার জন্য আবেদন করেছিলাম, কিন্তু ভিসা পেয়েছিলাম ২০০৮ সালে। আমি কি সাক্ষাতকার অব্যাহতি এর জন্য আবেদন করতে পারব?
- ৫. সাক্ষাতকার অব্যাহতি আবেদন করার কত দিন পরে আমি ভিসা পাব?
- ৬. যদি আমাকে ব্যাক্তিগত সাক্ষাতকারের জন্য আসতে বলা হয় তাহলে আমি কি করব?
- ৭. সাক্ষাতকার অব্যাহতির জন্য যোগ্যতা অর্জন কি আমার ভিসা প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করে?
- ৮. আমি একজন নাবিক (জাহাজ অথবা বিমান) এবং আমাকে পূর্বে একটি সি১/ডি ভিসা প্রদান করা হয়েছে। আমি কি সি১/ডি ভিসা নবায়নের পাশাপাশি সাক্ষাতকার অব্যাহতি পদ্ধতির মাধ্যমে বি১/বি২ ভিসার জন্যও আবেদন করতে পারব?
- ৯. সাক্ষাতকার অব্যাহতি আবেদনপত্র জমাদানের পূর্বশর্তগুলো কি কি?
- ১০. আমি এখন আমার সন্তানসহ ভিসার জন্য আবেদন করছি এবং সর্বশেষ ভিসা প্রদানের সময় আমার সন্তানের বয়স ১৪ বছরের কম ছিল। এখন আমার সন্তানের বয়স ১৪ বছরের চেয়ে বেশী। সেক্ষেত্রে আমার সন্তান কি পরিবারের বাদবাকি সদস্যদের সাথে সাক্ষাতকার অব্যাহতি আবেদন করতে পারবে?
প্রঃ ১. আমার সর্বশেষ ভিসাটি যদি অন্য কোন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্র দুতাবাস (ঢাকা থেকে নয়) থেকে প্রদান করা হয় তাহলে কি আমি সাক্ষাতকার অব্যাহতি কার্যক্রমের অর্থাৎ ড্রপ-বক্স জন্য আবেদন করতে পারবো?
হ্যাঁ, আপনি ঢাকাস্থ মার্কিন দূতাবাসে আবেদন করতে পারেন যদিও আপনার পূর্ববর্তী ভিসা বিদেশের দূতাবাস থেকে প্রদান করা হয়েছিল, যতক্ষণ আপনি আপনার নিজের বাসস্থানের কনস্যুলার অফিস থেকে আবেদন করছেন। উদাহরণস্বরূপ, আপনি যদি বাংলাদেশের নাগরিক বা বাসিন্দা হন এবং বর্তমানে বাংলাদেশে উপস্থিত আছেন ও আবেদন করছেন ।
প্রঃ ২. আমি কি সাক্ষাতকার অব্যাহতি কার্যক্রমে (সাক্ষাতকার অব্যাহতি ) আবেদন করার জন্য যোগ্য?
সাক্ষাতকার ছাড়াই আপনি আপনার নন-ইমিগ্রান্ট ভিসা নবায়নের জন্য যোগ্য কিনা তা নির্ধারন করতে, আমরা আপনাকে নির্বাচন মানদণ্ডের চেকলিস্টটি ভালভাবে পড়ে নেয়ার পরামর্শ দিচ্ছি।
প্রঃ ৩. আমার ভিসাটি ২ বছর আগে মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। আমি কি এখনও সাক্ষাতকার অব্যাহতি এর জন্য আবেদন করতে পারব ?
আপনি ড্রপ-বক্স এর মাধ্যমে ভিসা নবায়নের জন্য আবেদন করতে পারবেন যদি আপনার ভিসার মেয়াদ এখনো শেষ না হয়ে গিয়ে থাকে অথবা ২ বছর আগে মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়ে থাকে । এছাড়াও ড্রপ-বক্সে আবেদন করার আরেকটা নিয়ম হচ্ছে যে আপনাকে আপনার আগের ভিসার মেয়াদ শেষ হওয়ার ২৪ মাসের মধ্যে আবেদন করতে হবে ।
প্রঃ ৪. আমি ২০০৭ সালে ভিসার জন্য আবেদন করেছিলাম, কিন্তু ভিসা পেয়েছিলাম ২০০৮ সালে। আমি কি সাক্ষাতকার অব্যাহতি এর জন্য আবেদন করতে পারব?
যেসকল আবেদনকারী ১লা জানুয়ারী, ২০০৮ সাল অথবা তার পরে নন-ইমিগ্রান্ট ভিসার জন্য সাক্ষাৎকার প্রদান করেছিলেন, তারাই এই কার্যক্রমের আওতায় ভিসা নবায়নের জন্য যোগ্য হতে পারেন। পাশাপাশি, আবেদনকারীদেরকে চেকলিস্টে উল্লেখিত যোগ্যতার মানদণ্ডটি পূরন করতে হবে।
প্রঃ ৫. সাক্ষাতকার অব্যাহতি আবেদন করার কত দিন পরে আমি ভিসা পাব?
সাধারনতঃ ৭ টি কর্মদিবসের মধ্যেই ভিসা সংগ্রহ করার জন্য প্রস্তুত হয়ে যায় । তারপরেও, কিছু কিছু যোগ্য আবেদনকারীদের আবেদনপত্রে অতিরিক্ত প্রশাসনিক প্রক্রিয়ার প্রয়োজন হয় । এই অতিরিক্ত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ঠিক কি পরিমাণ সময় লাগতে পারে, তা অনুমান করা আমাদের জন্য অসম্ভব । যখনই প্রশাসনিক প্রক্রিয়া শেষ হবে এবং ভিসাটি সংগ্রহ করার জন্য প্রস্তুত হবে, আমরা আপনার পাসপোর্টটিকে পাঠিয়ে দিব আপনার পূর্ব নির্ধারিত অবস্থানে যেটা আপনি বেছে নিয়েছিলেন পাসপোর্ট সংগ্রহ করার জন্য। আপনি আমাদের সেবা কেন্দ্র থেকে ১টি ইমেইল পাবেন যে আপনার পাসপোর্টটি “সংগ্রহ করার জন্য প্রস্তুত”।
প্রঃ ৬. যদি আমাকে ব্যাক্তিগত সাক্ষাতকারের জন্য আসতে বলা হয় তাহলে আমি কি করব?
আপনাকে ব্যাক্তিগত সাক্ষাতকারে আসতে বলার জন্য কনস্যূলার বিভাগ ১টি ইমেইলের মাধ্যমে অনলাইনে সাক্ষাৎকারের সময় নির্ধারণের ব্যাপারে উপরে ফিরে যান
প্রঃ ৭. সাক্ষাতকার অব্যাহতির জন্য যোগ্যতা অর্জন কি আমার ভিসা প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করে?
না। সাক্ষাতকার মউকুফ (সাক্ষাতকার অব্যাহতি ) কার্যক্রমে অংশগ্রহন করার যোগ্যতা একটা ভিসা প্রদান নিশ্চিত করে না। পাশাপাশি এই নিশ্চয়তাও প্রদান করে না যে আপনি সাক্ষাতকার থেকে অব্যাহতি পাবেন। এমনকি, আপনি সাক্ষাতকার অব্যাহতি পাওয়া সত্ত্বেও, আপনাকে আঙ্গুলের ছাপ প্রদান করার জন্যও আসতে হতে পারে। যদি আমাদের অতিরিক্ত তথ্যের প্রয়োজন হয় তা হলে আমরা আপনার ডিএস-১৬০ অনলাইন আবেদনে উল্লেখিত ইমেইল ঠিকানায় আপনার সাথে যোগাযোগ করব।
প্রঃ ৮. আমি একজন নাবিক (জাহাজ অথবা বিমান) এবং আমাকে পূর্বে একটি সি১/ডি ভিসা প্রদান করা হয়েছে। আমি কি সি১/ডি ভিসা নবায়নের পাশাপাশি সাক্ষাতকার অব্যাহতি পদ্ধতির মাধ্যমে বি১/বি২ ভিসার জন্যও আবেদন করতে পারব?
যদি একজন জাহাজ বা বিমান ত্রু সদস্যদের কাছে শুধু মাত্র সি১/ডি ভিসা থাকে এবং আগে পাওয়া কোন বি১/বি২ ভিসা না থেকে থাকে, আপনি যদি এখন একই সঙ্গে দুঢি ভিসার (সি১/ডি ও বি১/বি২) জন্য আবেদন করতে চান, তাহলে আপনাকে ভিসা সাক্ষাৎকারের জন্য সশরীরে আসতে হবে। এইক্ষেত্রে আপনি সাক্ষাতকার অব্যাহতি প্রোগ্রামের মাধ্যমে আবেদন করতে পারবেন না।
প্রঃ ৯. সাক্ষাতকার অব্যাহতি আবেদনপত্র জমাদানের পূর্বশর্তগুলো কি কি?
অনুগ্রহ পূর্বক নিম্নলিখিত প্রয়োজনীয় কাগজপত্র গুলো আপনার সাক্ষাতকার অব্যাহতি আবেদনপত্রের সাথে প্রদান করবেনঃ
- সাক্ষাতকার অব্যাহতি নিশ্চয়তা প্রদানকারী চিঠি;
- বর্তমান পাসপোর্ট যেটির মেয়াদ মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার বসবাসকালীন সময়ের পরে অন্তত আরও ছয় মাস বৈধ থাকবে (সব শ্রেণীর জন্য প্রযোজ্য);
- পাসপোর্ট যেটিতে অতি সম্প্রতি প্রদানকৃত ভিসাটি রয়েছে;
- ডিএস-১৬০ ননইমিগ্রেন্ট ভিসার আবেদন নিশ্চিতকরণ পত্র (সব শ্রেণীর জন্য প্রযোজ্য);
- ভিসা প্রক্রিয়াকরণের জন্য MRV ফি প্রদানের মূল কাগজ;
- সাদা পটভূমিতে তোলা ২ × ২ ইঞ্চি মাপের একটি ছবি (সব শ্রেণীর জন্য প্রযোজ্য)
- আই – ২০ মূল পত্র (এফ১/এফ২, এম১/এম২ শ্রেণীর জন্য প্রযোজ্য)
- ডিএস-২০১৯ এর মূল পত্র (জে১/জে২ শ্রেণীর জন্য প্রযোজ্য)
- সিডিসি (জাহাজে ক্রমাগত অব্যাহতির সনদপত্র) বই এর ফটোকপি/চাকুরীর চুক্তিপত্রের ফটোকপি (সি১/ডি শ্রেণীর জন্য প্রযোজ্য)
আপনি এসকল প্রয়োজনীয় কাগজপত্রসমূহ আপনার পূর্ব নির্ধারিত সার্ভিস সেন্টারে জমা দিতে পারবেন।
প্রঃ ১০. আমি এখন আমার সন্তানসহ ভিসার জন্য আবেদন করছি এবং সর্বশেষ ভিসা প্রদানের সময় আমার সন্তানের বয়স ১৪ বছরের কম ছিল। এখন আমার সন্তানের বয়স ১৪ বছরের চেয়ে বেশী। সেক্ষেত্রে আমার সন্তান কি পরিবারের বাদবাকি সদস্যদের সাথে সাক্ষাতকার অব্যাহতি আবেদন করতে পারবে?
না, আপনার ছেলে/মেয়েকে দুতাবাসে সশরীরে উপস্থিত থাকতে হবে আঙ্গুলের ছাপ এবং ভিসা সাক্ষাৎকারের জন্য। যদিও এটা প্রযোজ্য নয়, তারপরেও আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার নিজের জন্য একটি ভিসা সাক্ষাৎকারের সময়সূচী নির্ধারন করতে, যাতে করে আপনিও আপনার সন্তানকে/সন্তানদেরকে সাথে নিয়ে ভিসা সাক্ষাৎকারের জন্য দুতাবাসে উপস্থিত হতে পারেন। আপনি যদি সাক্ষাতকার অব্যাহতি এর মাধ্যমে ভিসা নবায়নের জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে এটা জেনে রাখা ভাল যে, আমরা হয়ত আপনাকে আপনার সন্তানকে/সন্তানদেরকে সাথে নিয়ে ভিসা সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে অনুরোধ করতে পারি।
এফএকিউ- আমার পাসপোর্ট ট্র্যাক করা
- ১. সাক্ষতকারের পর আমি কিভাবে আমার পাসপোর্ট ফিরে পাব?
- ২. দূতাবাস/কনস্যুলেট থেকে পাসপোর্টটি তোলার জন্য আমাকে কি দেখাতে হবে?
- ৩. পরিচয়ের প্রমাণ হিসেবে কি ধরনের আইডি গৃহীত হবে?
- ৪. আমি ছাড়া অন্য কেউ কি আমার পাসপোর্টটি তুলতে পারেন?
প্রঃ ১. সাক্ষতকারের পর আমি কিভাবে আমার পাসপোর্ট ফিরে পাব?
আপনার পাসপোর্ট আপনি [XX] থেকে তুলতে পারবেন
প্রঃ ২. দূতাবাস/কনস্যুলেট থেকে পাসপোর্টটি তোলার জন্য আমাকে কি দেখাতে হবে?
আপনার পাসপোর্ট এবং ভিসা কোনো অন-অনুমোদিত ব্যক্তিকে প্রদান করা হয়নি এটি নিশ্চিত করতে আপনার পাসপোর্ট সংগ্রহ করার জন্য আপনাকে একটি সরকার দ্বারা প্রকাশিত আইডি বা পরিচয় পত্র দেখাতে হবে।
প্রঃ দূতাবাস/কনস্যুলেট থেকে পাসপোর্টটি তোলার জন্য আমাকে কি দেখাতে হবে?
আপনাকে একটি আসল সরকার দ্বারা প্রকাশিত সচিত্র পরিচয় পত্র দেখাতে হবে।
প্রঃ ৪. আমি ছাড়া অন্য কেউ কি আমার পাসপোর্টটি তুলতে পারেন?
হ্যাঁ, তবে আপনার পাসপোর্টটি সংগ্রহ করার জন্য আপনার মনোনীত প্রতিনিধিকে নিম্নলিখিতগুলি কাগজপত্রগুলো দেখাতে হবে
পরিবারের জন্য,একসাথে সাক্ষাতকার নেওয়া পরিবারের যেকোনো প্রাপ্তবয়স্ক আবেদনকারী ডকুমেন্ট ডেলিভারী সেন্টার থেকে পাসপোর্ট সংগ্রহ করতে পারেন। পাসপোর্ট সংগ্রহ করার জন্য পরিবারের সমস্ত সদস্যদের আসার প্রয়োজন নেই।
একজন ব্যক্তির ক্ষেত্রে, যেকোনো ব্যক্তি পাসপোর্ট সংগ্রহ করতে পারেন যদি তিনি নিম্নলিখিত কাগজপত্রগুলি দেখান
- ১. আবেদনকারীর প্রতিনিধিকে অবশ্যই একটি স্বাক্ষর করা “অনুমোদন ফর্ম” প্রদান করতে হবে। অনুমোদন ফর্মের স্বাক্ষর পাসপোর্টের স্বাক্ষরের সাথে হুবহু মিলতে হবে। স্বাক্ষর করা অনুমোদন ফর্মে যে ব্যক্তি পাসপোর্ট সংগ্রহ করার জন্য অনুমোদিত তার নামের উল্লেখ থাকতে হবে , এছাড়াও যে ব্যক্তি পাসপোর্ট সংগ্রহ করবেন তার ফোন নম্বর এবং ঠিকানা থাকতে হবে। আপনাকে অনুমোদিত ব্যক্তির একটি সচিত্র পরিচয় পত্রও প্রদান করতে হবে (যেমন, বৈধ পাসপোর্ট , ভোটার আইডি , ইত্যাদি)। “অনুমোদন ফর্ম” এবং নির্দেশিকা পাওয়ার জন্য দয়া করে সাইমন ওভারসিস লিমিটেডের ওয়েবসাইট দেখুন ।
- ২. অনুমোদিত ব্যক্তির একটি বৈধ সচিত্র পরিচয়পত্র (পাসপোর্ট, ভোটার আইডি , ইত্যাদি)
- ৩. আসল ডিএস-১৬০ কনফারমেশান পেজ যেখানে পাসপোর্ট প্রদানের তারিখ উল্লেখিত আছে।
বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক সংস্থা, বিদেশী দূতাবাসের কর্মচারির জন্য, আবেদনকারী ব্যক্তির একই সংস্থার দপ্তরের কোনো অনুমোদিত কর্মী সেই ব্যক্তির হয়ে পাসপোর্ট সংগ্রহ করতে পারেন। তবে আবেদনকারীকে অবশ্য নিম্নলিখিতগুলি প্রদান করতে হবেঃ
- ১. একটি স্বাক্ষর করা অনুমোদন পত্র। এই স্বাক্ষর করা অনুমোদন পত্রটিকে একটি অফিশিয়াল লেটারহেডে প্রিন্ট করতে হবে এবং একটি সাম্প্রতিক তারিখ এবং আবেদনকারীর স্বাক্ষর থাকতে হবে (এই স্বাক্ষর পাসপোর্টের স্বাক্ষরের সাথে হুবহু মিলতে হবে)। যে ব্যক্তি পাসপোর্ট সংগ্রহ করবেন তার পুরো নাম, পদবি এবং স্বাক্ষর এটেস্টেট করাতে হবে ।
- ২. স্বাক্ষর করা অনুমোদন পত্রে যে ব্যক্তি পাসপোর্ট সংগ্রহ করবেন তার ফোন নম্বর এবং ঠিকানাও থাকতে হবে।
- ৩. অনুমোদিত ব্যক্তির একটি বৈধ সচিত্র পরিচয়পত্র (পাসপোর্ট, ভোটার আইডি , ইত্যাদি)
- ৪. আসল ডিএস-১৬০ কনফারমেশান পেজ
আপনাকে অবশ্যই একটি স্বাক্ষর করা অনুমোদন ফর্ম প্রদান করতে হবে। অনুমোদন ফর্মের স্বাক্ষর পাসপোর্টের স্বাক্ষরের সাথে হুবহু মিলতে হবে। স্বাক্ষর করা অনুমোদন ফর্মে যে ব্যক্তি পাসপোর্ট সংগ্রহ করার জন্য অনুমোদিত তার নামের উল্লেখ থাকতে হবে , এছাড়াও যে ব্যক্তি পাসপোর্ট সংগ্রহ করবেন তার ফোন নম্বর এবং ঠিকানা থাকতে হবে। আপনাকে অনুমোদিত ব্যক্তির একটি সচিত্র পরিচয় পত্রও প্রদান করতে হবে (যেমন, বৈধ পাসপোর্ট , ভোটার আইডি , ইত্যাদি)। “অনুমোদন ফর্ম” এবং পূর্ণ নির্দেশিকা পাওয়ার জন্য দয়া করে সাইমন ওভারসিস লিমিটেডের ওয়েবসাইট দেখুন ।
এনআইভি আবেদনকারীদের তাদের পাসপোর্ট হাউস #৪এ, রোড # ২২, গুলশান ১, ঢাকা ঠিকানায় অবস্থিত সাইমন ওভারসিস থেকে সংগ্রহ করতে হবে। আপনি প্রচলিত সেবা প্রদান সময়ের(রবিবার থেকে বৃহস্পতিবার- সকাল ৯টা থেকে দুপুর ৩টা এবং শনিবার- সকাল ৯টা থেকে দুপুর ১ টা) মধ্যে ৯৮৯৩৯৬৪ নম্বরে এদের টেলিফোন করতে পারেন । যদি আবেদনকারী পাসপোর্ট সংগ্রহ করার জন্য নিজে উপস্থিত না হতে পারেন তাহলে তার তরফ থেকে একজন অনুমোদিত ব্যক্তি তার পাসপোর্ট সংগ্রহ করতে পারেন ।
এফএকিউ- ভিসা ডকুমেন্ট প্যাকেট এবং আধুনিকীকরণ অভিবাসী ভিসা (এমআইভি)
প্রশ্ন-১- আমি সম্প্রতি দূতাবাস / কনস্যুলেটে আমার অভিবাসী ভিসার সাক্ষাত্কার দিয়েছি এবং আমার পাসপোর্ট ও ভিসা পেয়েছি। কিন্তু, মার্কিন যুক্তরাষ্ট্রে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য আমি সিলযুক্ত খামে একটি কাগজপত্রের প্যাকেট পাইনি। আমার আইনজীবী / আবেদনকারী / বন্ধু বলছে যে আমি এটা ছাড়া ভ্রমন করতে পারবো না। আমার কি করা উচিৎ?
উঃ ডিপার্টমেন্ট অফ স্টেট কিছু অভিবাসী ভিসা আবেদনের ক্ষেত্রে ইলেকট্রনিক প্রক্রিয়াকরণ শুরু করেছে। যদি ন্যাশনাল ভিসা সেন্টার বা দূতাবাস / কনস্যুলেট, যার মাধ্যমে আপনার ভিসা ইন্টারভিউ পরিচালিত হয়েছে এবং যদি আপনার কাছে ইলেকট্রনিকভাবে CEAC পোর্টালের মাধ্যমে আপনার নাগরিক এবং আর্থিক সহায়তামুলক কাগজপত্র চাওয়া হয় তবে আপনার ভিসা নতুন ইলেকট্রনিক প্রক্রিইয়ায় ইস্যু করা হয়েছে। দূতাবাস / কনস্যুলেট যেখানে আপনার ভিসা ইন্টারভিউ এবং ভিসা ইস্যু করা হয়েছিলো, যদি আপনাকে বিশেষভাবে কিছু না জানায় তবে আপনাকে পোর্ট অফ এন্ট্রিতে দেখানোর জন্য সিলযুক্ত কোন কাগজপত্রের প্যাকেট আপনার সাথে বহন করতে হবে না। নিশ্চিত থাকুন যে, আপনার কাগজপত্র ডিপার্টমেন্ট অফ স্টেট থেকে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, কাস্টমস এবং বর্ডার সিকিউরিটি (DHS / CBP) অর্থাৎ যে সমস্ত সংস্থা অভিবাসীদের দেশে প্রবেশ পরিদর্শন করে তাদের নিকট ইলেকট্রনিক ভাবে প্রেরন করা হয়েছে। আপনি যখন মার্কিন যুক্তরাষ্ট্রের পোর্ট অফ এন্ট্রিতে ইমিগ্রেশন কন্ট্রোলে পৌঁছাবেন, মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার প্রবেশ প্রক্রিয়া করার জন্য CBP অফিসারদের কাছে প্রয়োজনীয় সমস্ত তথ্য থাকবে।এই নতুন ইলেকট্রনিক প্রক্রিয়া আপনার অভিবাসী ভিসা আবেদন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ প্রক্রিয়াকরণ গতিশীল করবে।
প্রশ্ন-২- আমার মনে নেই যে, আমি আমার নাগরিক এবং আর্থিক কাগজপত্র ইলেকট্রনিকভাবে অথবা মেইলে জমা দিয়েছিলাম কি না। কাগজপত্রহীন প্রক্রিয়ার অধীনে আমার ভিসা ইস্যু করা হয়েছে কি না তা নির্ধারণ করার অন্য কোনো উপায় আছে কি?
উঃ হ্যাঁ। আপনার ভিসা দেখুন। যদি আপনার কাগজপত্রের একটি প্যাকেট বহন করার দরকার না হয়, তবে আপনার ভিসাতে আপনার ছবির নীচের ডানদিকে কোণে এই শব্দ গুলো থাকবে "IV DOCS in CCD"।
প্রশ্ন-৩- আমার কিছু পরিচিত ব্যাক্তি যারা অভিবাসী ভিসা পেয়েছে এবং তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের পোর্ট অফ এন্ট্রিতে সিলযুক্ত খামে একটি কাগজপত্রের প্যাকেট বহন করতে হয়েছিলো। তাদের জন্য প্রক্রিয়া ভিন্ন কেন?
উঃ ২০১৮ সালে কিছু অভিবাসী ভিসা আবেদন ইলেকট্রনিকভাবে প্রক্রিয়াকরণ শুরু করা হয়েছে। বিভিন্ন ধরণের অভিবাসী ভিসা ইলেকট্রনিক প্রক্রিয়াকরণে রূপান্তর করতে কয়েক বছর সময় লাগবে। প্রক্রিয়াটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত, কিছু অভিবাসী ভিসা ধারকদের এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের পোর্ট অফ এন্ট্রিতে সিলযুক্ত খামে কোন কাগজপত্রের প্যাকেট বহন করতে হবে। তাদের ভিসায় ছবির নীচের ডানদিকে কোণে এই শব্দ গুলো " IV DOCS in CCD" প্রিন্ট করা থাকবে না।
এফ এ কিউ- আবেদনকারির প্রফাইল
প্রশ্ন-১- কিভাবেআমি আমার পাসওয়ার্রিসেট করত পারি?
১. কিভাবে আমি আমার পাসওয়ার্ড রিসেট করতে পারি?
Forgot Your Password? লিংকে ক্লিক করুন এই ওয়েব পেজের নিচে। Username এর স্থানে ইমেইল আই ডি দিয়ে Submit এ– ক্লিক করুন। ইমেইল আই ডি টি, ভিসা এপলিকেশন করার সময় যে ইমেইল আই ডি দিয়েছিলেন তার সাথে অবশ্যই মিলতে হবে। একটা নতুন পাসওয়ার্ড আপনার ইমেইল আই ডি তে পাঠিয়ে দেওয়া হবে।
নতুন পাসওয়ার্ডসহ ইমেইলটি পাবেন no-reply@ustraveldocs.com থেকে। কিছু ইমেইল এপলিকেশনের নিয়ম আছে যে, অপরিচিত প্রেরকের ইমেইল স্পাম অথবা যাংক ফোল্ডারে পাঠিয়ে দেয়। আপনি যদি ইমেইল না পেয়ে থাকেন, তবে দয়া করে স্পাম অথবা যাংক ফোল্ডার চেক করুন।
২. www.ustraveldocs.com এখানে প্রফাইল করা হয়েছে কিন্তু আবেদন করা হয় নি, এখন অন্য দেশে স্থানান্তর হলে অথবা অন্য কোনো দেশ থেকে আবেদন করতে চাইলে কি করতে হবে?
আপনার অন্য কোনো প্রফাইল করার দরকার নেই যদি CGI এর আওতায় হয়ে থাকে। ওয়েবসাইটে Contact Us সিলেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং পাসপোর্ট নম্বর, ইউ আই ডি অথবা ইমেইল প্রদান করুন যাতে আমরা আপনার প্রফাইল নতুন দেশে আপডেট করে দিতে পারি এবং আপনি ইউ এস ভিসার জন্য আবেদন করতে পারেন।
যদি CGI এর আওতায় নেই এমন দেশ থেকে আবেদন করেন, তবে আপনাকে নতুন প্রফাইল তৈরি করতে হবে। মনে রাখবেন, MRV ফি এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর করা সম্ভব নয়।